নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বিএনপির বৈঠক চলছে।
আজ শনিবার বিকেল ৩ টায় গুলশান ২ এর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক চলছে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট ও এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল ছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠকে রয়েছেন।
আজ দুপুরে ঢাকা পৌঁছায় যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দল। তিনদিনের সফরে শেষে ২৬ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা।
Leave a Reply