নিজস্ব প্রতিবেদক
ভারত সরকার আজ আরও ২৫ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।
আসন্ন রমজানে বাংলাদেশের পেঁয়াজের চাহিদা বিবেচনা করে ভারত সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।
সে দেশের ক্ষমতাসীন দলের ও সরকারের প্রতিনিধিদের এ বিষয়ে বক্তব্য এমনই যে বাড়তি এ পেঁয়াজ রপ্তানি সম্ভব হচ্ছে শুধুমাত্র বর্তমান সরকার প্রধান বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেন বলেই।
তাছাড়া এই মুহূর্তে ভারতের রপ্তানি করার মতো পর্যাপ্ত পেঁয়াজ নেই।
তাদের সামনে নির্বাচন। আর ভারতের নির্বাচনে পেঁয়াজের দাম একটি বড় ফ্যাক্টর।
বিজেপি সরকারকে অটল বিহারী আমলে এই পেঁয়াজের দামের জন্য বড় ধরনের মূল্য দিতে হয়েছিল সেটা সবারই জানা।
উল্লেখ্য দু সপ্তাহ আগে ভারত বাংলাদেশকে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি শুরু করে।
আসন্ন রমজানে বাংলাদেশের পেঁয়াজের চাহিদা বিবেচনা করে আরো এই বাড়তি পঁচিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করছে।
Leave a Reply