দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৩)

জাহাজে যাত্রা করলেও থাকা-খাওয়ার পৃথক ব্যবস্থা হওয়ার দরুণ ইভো ও আর্নল্ডের মধ্যে জাহাজে পরিচিত হওয়ার সুযোগ ঘটেনি। স্টিভেন স্পিলবার্গের পিতা আর্নল্ড স্পিলবার্গও সান্তা-পাউলা’র সেনা-আরোহী হয়ে করাচি বন্দরে আসেন। সে যাহোক, সেই প্রায় মাস দুয়েক পূর্বে আর্নল্ড যখন জাহাজে প্রথম আরোহণ করেন, ডেকের নিচে বসবাসের আসল পরিস্থিতি কি হতে পারে বুঝতে তাঁর অসুবিধা হয়নি। তিনি তখন … Continue reading দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৩)