পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৪৬)

চুড়িদার পায়জামা ও গঞ্জির মতো জামা পরিহিত একজনা লোক লক্ষ দিয়া ঐ ঝুলনের মতো কাষ্ঠাসনে যাইয়া বসিল, শেষে শুনিয়াছি এই উভয় বস্ত্রই রবার নির্মিত। আমরা এই সময় নৌকা ছাড়িয়া নদীর উত্তর পারে আসিয়া আহসান মঞ্জিলের ধারে আসিয়া বেলুনের তামাসা দেখিতে মনোযোগী হইলাম। দেখিতে ২ বেলুন অতি বড় হইতে লাগিল, নদীর ওপারে যে গ্রাম ছিল বেলুন … Continue reading পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৪৬)