পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৫২)

উপকৃতা রমণীগণ স্বীয় শিশক্রোড়ে করিয়া রাজপথের এক পাশে দণ্ডায়মান। হইয়া হাপিত্যেশ করিতে লাগিল। “তাঁহার লোকান্তর গমনে ঢাকার ছোটবড় সকলেই দুঃখিত হইযাছেন, ঘরেই কেবল তাঁহার গুণকীর্তন ও আতিশয়োক্তি বিশ্রুত হইতেছে।…. চিকিৎসা নৈপুণ্যেও স্বভাব মাধুর্যে লোককে বড় বশীভূত করিয়া গিয়াছেন, অস্ত্র চিকিৎসা এবং জ্বর ও প্রতিসারের চিকিৎসায় তাঁহার বিস্তীর্ণ অধিকার ছিল পূর্ব্বে এ দেশীয় লোকে ডাক্তারি চিকিৎসায় … Continue reading পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৫২)