১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
নদীপথে ভিন্ন এক ভাইকিং যাত্রা: পূর্ব ইউরোপে রূপান্তরের ইতিহাস ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে কিয়েভ: শান্তি আলোচনার আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের পাশে কানাডা: অর্থনৈতিক সহায়তায় নতুন বার্তা সুইজারল্যান্ড পূর্ণমাত্রার হামলা ঠেকাতে অক্ষম, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো জরুরি মার্কিন উত্তর-পূর্বাঞ্চলে তুষার ঝড়ে ভেঙে পড়ল যাতায়াত, হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্ব নির্বাচন ২০২৬: মার্কার সুবিধা পেতেই দল ছাড়ার হিড়িক? এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? এশিয়ার শতক এখনও সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮০) চীন–ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা নীতি বিকৃত করার অভিযোগ বেইজিংয়ের

শ্রীলংকার সঙ্গে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • Sarakhon Report
  • ০৭:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 131

সারাক্ষণ ডেস্ক

 

শ্রীলংকার সঙ্গে এর আগে চারটি টি২০ সিরিজ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ । ড্র হয়েছে একটিতে।

২০১৩ সালে ঘরের মাঠে ১/০তে, ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ২/০তে ও ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ২/০তে টি২০ সিরিজ জয় করে শ্রীলংকা। ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র হয়।

 

এতো বছর পর আবারো সুযোগ হারালো টাইগাররা। ঘরের মাঠে আবারো হারলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগারা।

 

তৃতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে চলতি সিরিজে তিন ম্যাচেই টস জিতল স্বাগতিকরা। টস হারলেও ব্যাটে শক্তি দেখায় লঙ্কারা। কুশল মেন্ডিসের ৮৬ রানের রাজসিক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে টার্গেট দেয় লঙ্কানরা।

১৭৪ রানের টার্গেটে নেমে প্রথমেই ভেঙে পড়ে বাংলাদেশ। তুশারার হ্যাটট্রিকে ১৫ রানে হারায় চার উইকেট । আবার ২৪ রানের মাথায় হারায় পরবর্তি উইকেট । টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার এত কম রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আগের সব রেকর্ড ভেঙে প্রথম বারের মতো মাত্র ৩২ রানে ছয়  উইকেট হারায় বাংলাদেশ।

এর পর রিশাদ ভালো করেন । আট বা এর পরে নেমে বাংলাদেশের দ্বিতীয় ফিফটি রিশাদের। তবে তিনিও ৫৩ রান নিয়ে মাঠ ছাড়েন। পরবর্তিতে নয় নাম্বারে নেমে নতাসকিন ২১ বলে ৩১ রানের ভা্লো ইনিংস খেললেও শেষ রক্ষা আর হয়নি । ২ বল থাকতেই ১৪৬ নিয়ে অল আউট হয় বাংলাদেশ । ২৮ রানে হেরে পঞ্চম বারের মত লঙ্কানদের সাথে সিরিজ সিরিজ হারলো বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

নদীপথে ভিন্ন এক ভাইকিং যাত্রা: পূর্ব ইউরোপে রূপান্তরের ইতিহাস

শ্রীলংকার সঙ্গে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

০৭:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

 

শ্রীলংকার সঙ্গে এর আগে চারটি টি২০ সিরিজ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ । ড্র হয়েছে একটিতে।

২০১৩ সালে ঘরের মাঠে ১/০তে, ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ২/০তে ও ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ২/০তে টি২০ সিরিজ জয় করে শ্রীলংকা। ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র হয়।

 

এতো বছর পর আবারো সুযোগ হারালো টাইগাররা। ঘরের মাঠে আবারো হারলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগারা।

 

তৃতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে চলতি সিরিজে তিন ম্যাচেই টস জিতল স্বাগতিকরা। টস হারলেও ব্যাটে শক্তি দেখায় লঙ্কারা। কুশল মেন্ডিসের ৮৬ রানের রাজসিক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে টার্গেট দেয় লঙ্কানরা।

১৭৪ রানের টার্গেটে নেমে প্রথমেই ভেঙে পড়ে বাংলাদেশ। তুশারার হ্যাটট্রিকে ১৫ রানে হারায় চার উইকেট । আবার ২৪ রানের মাথায় হারায় পরবর্তি উইকেট । টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার এত কম রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আগের সব রেকর্ড ভেঙে প্রথম বারের মতো মাত্র ৩২ রানে ছয়  উইকেট হারায় বাংলাদেশ।

এর পর রিশাদ ভালো করেন । আট বা এর পরে নেমে বাংলাদেশের দ্বিতীয় ফিফটি রিশাদের। তবে তিনিও ৫৩ রান নিয়ে মাঠ ছাড়েন। পরবর্তিতে নয় নাম্বারে নেমে নতাসকিন ২১ বলে ৩১ রানের ভা্লো ইনিংস খেললেও শেষ রক্ষা আর হয়নি । ২ বল থাকতেই ১৪৬ নিয়ে অল আউট হয় বাংলাদেশ । ২৮ রানে হেরে পঞ্চম বারের মত লঙ্কানদের সাথে সিরিজ সিরিজ হারলো বাংলাদেশ।