একদা রুশ বিপ্লবের চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরতো যারা
তাদের দক্ষতা ও সমন্বিত ধারনা প্রেমের চেয়েও উৎকৃষ্ট ছিল
যা উপলদ্ধিজাত নয় তা অচিন্তার ধারক হয়ে ক্রাচে ভর করে
আধিপত্য বিস্তার করতে চায়।বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে
আধুনিক সমাজের উপযোগী করে তুলতে চায় যারা তারাও
আজ ভয়ে থিতু হয়ে হাত পা ছড়িয়ে ঠোঁটে কামড় দিয়ে বসে
আছে । তাদের কাছে আস্ত ফুলের বাগানটাই কয়লার খনির
মতো।ঈর্ষামুক্ত অপরাহ্ণে যখন শূন্যতা আলোকিত ভোরের
প্রত্যাশায় দুলতে থাকে তখন ডাক্তার উকিলের হিসাবও হ্রাস
পেতে থাকে। যে বালক সারা রাত জেগে জেগে ‘ অর্গানিক
ইনটেলেকচুয়াল ‘ হবার কথা ভাবে তার ভাবনার জগৎ
কতটা দৃঢ় বলে আপনি মনে করেন?হয়ত এটাই বলবেন গরম
জলে ডিম সেদ্ধ হবার মতো!চারদিকে বিস্ময়কর সভ্যতার
গড়িয়ে পড়া বায়োস্কোপ যা রূপান্তরিত আলোয় ভারতবর্ষ
দেখার মতো!
সেন্ট্রাল রোড,ধানমণ্ডি
ঢাকা।
সুহিতা সুলতানা 



















