বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

জাতিসংঘের প্রতিবেদন : গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১১.৫৯ এএম

আল জাজিরা

জাতিসংঘের প্রতিবেদন : গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি

ফিলিস্তিনের গাজায় চলমান হামলায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসরায়েল। একই সঙ্গে গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় যুদ্ধাপরাধ করেছে হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও। জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে গত ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত ঘটনা নিয়ে ওই প্রতিবেদনের ওপর আলোচনা হয়। এ-সংক্রান্ত তদন্তে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী।

অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই বলেন, ইসরায়েল জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে, যা অনিরাপদ এবং বসবাসের অযোগ্য। তিনি আরও বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসক্ষমতার অস্ত্রের উদ্দেশ্যমূলক ব্যবহার দৃশ্যত বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত ও সরাসরি হামলাই ছিল।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসসহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে বলে জানান নাভি পিল্লাই। এদিকে গাজায় আবারও শরণার্থীদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েল। নিরাপদ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় চালানো এ হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। রাতে যখন এ হামলা চালানো হয়, তখন এসব তাঁবুতে ঘুমিয়ে ছিল শিশুরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৩৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি।

 

 বিবিসি বাংলা

পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত ও পাকিস্তানের শক্তি কতটা রয়েছে?

ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে এই দুই দেশের চেয়ে অনেক বেশি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে চায়নার কাছে। আর নিজেদের সেই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আরও বাড়াচ্ছে চায়না।‘সুইডিশ থিংক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (এসআইপিআরআই) -এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের তুলনায় চায়নার অস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৩ সালে চায়নার কাছে ৪১০ টি পারমাণবিক ওয়ারহেড ছিল, এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টি। অন্যদিকে, ভারতের কাছে মজুদ রয়েছে ১৭২টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে ১৭০টি। তবে পারমাণবিক অস্ত্রের নিরিখে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও পিছিয়ে রয়েছে  চায়না।

ওয়ারহেড হলো অস্ত্রের এমন একটি অংশ যেখানে বিস্ফোরক এজেন্ট বা বিষাক্ত উপাদান স্থাপন করা হয়। ওয়ারহেডকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র, রকেট, টর্পেডো বা বোমা মারফত।এসআইপিআরআই-এর ইয়ারবুক ২০২৪ এর তথ্য অনুযায়ী নয়টি পরমাণু শক্তিধর দেশ- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চায়না, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরাইল তাদের পরমাণু অস্ত্রের মজুদ ভাণ্ডারকে আরও আধুনিক করে তুলছে।

কিছু দেশ গত বছর হয় নতুন পারমাণবিক অস্ত্র মজুদ করেছে বা ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র বহনকারী সিস্টেম স্থাপন করেছে।সদ্য প্রকাশিত এসআইপিআরআই-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে সারা বিশ্বে ১২ হাজার ২২১টি ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৫৮৫টি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য ব্যবহারের জন্য অস্ত্রাগারে মজুদ রয়েছে।

ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া- এই তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে যা রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার কাছে ইতোমধ্যে রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি কোনো দেশকেই। কিন্তু এদের অনেকেই নিজেদের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুদ করে রেখেছে। আর পরমাণু হাতিয়ারে বলীয়ান দেশগুলোর অস্ত্রাগার সমৃদ্ধ করার প্রবণতায় চিন্তিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা।

বিবিসি

পুতিনকে কী উপহার দিলেন কিম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই যুগ পর উত্তর কোরিয়া সফরে গেছেন। দেশটির নেতা কিম জং–উনের সঙ্গে বুধবার (১৯ জুন) দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। সফরে কিম জং–উনের জন্য নানা উপহার নিয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সহযোগী ইউরি উশাকোভের বরাতে বিবিসি জানায়, এবারের উত্তর কোরিয়া সফরে কিম জং–উনকে রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের একটি দামি গাড়ি উপহার দিয়েছেন পুতিন।এ ছাড়া কিম জং–উনকে সেনাবাহিনীর একটি ছোরা (অ্যাডমিরাল ড্যাগার) ও একটি টি–সেট উপহার দিয়েছেন পুতিন।

 

উশাকোভ আরও বলেন, এসব উপহার প্রেসিডেন্ট পুতিনের ভাবমূর্তির সঙ্গে মানানসই।এর আগে গত ফেব্রুয়ারিতে কিম জং–উনকে একটি দামি লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। তবে এবার অরাস ব্র্যান্ডের কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন পুতিন, সেটা জানা যায়নি।

নিজের বেশ কয়েকজন মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উত্তর কোরিয়া সফরে গেছেন পুতিন। এই সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে।পুতিন শেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। অর্থাৎ ২৪ বছর পর তিনি উত্তর কোরিয়া সফরে গেলেন। সেখান থেকে আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার (২০ ও ২১ জুন) ভিয়েতনাম সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট।

এএফপি

মৃত হজযাত্রীর সংখ্যা ছাড়িয়েছে ৯০০, নিখোঁজ অনেকে

তাপপ্রবাহ ও অসহনীয় গরমে চলতি বছরের হজের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২২ জন হজযাত্রীর। পাশাপাশি, বহু সংখ্যক যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সৌদির সরকারি প্রশাসন, মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি সংখ্যাগত টালি করেছে বার্তাসংস্থা এএফপি। সেই টালির সর্বশেষ অবস্থা থেকে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

 

চলতি বছর হজ শুরু হয়েছে গত ১৪ জুন থেকে। সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক। মক্কার প্রশাসনসূত্রে জানা গেছে, হজের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৬০০ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। মিসরের বাইরে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। সরকারি তথ্য অনুযায়ী, এবার হজ করতে মক্কায় গিয়ে মারা গেছেন ২৭ জন বাংলাদেশি।

 

রয়টার্স

প্রথমবার নির্বাচনে লড়ছে ‘এআই প্রার্থী’

যুক্তরাজ্যে আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে এবার মানুষের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই)। নির্বাচনে জিতলে তিনিই বিশ্বের প্রথম ‘এআই আইনপ্রণেতা’ হবেন বলে দাবি করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়তে চলা কয়েকশ প্রার্থীর মধ্যে একজন হলেন স্টিভ এন্ডাকট। তার প্রচারণার ধরন অন্যদের থেকে একেবারেই আলাদা। তিনি নির্বাচনী প্রচারাভিযানের লিফলেটে নিজের মুখচ্ছবির পরিবর্তে ব্যবহার করছেন এআই তৈরি করা একটি অবতার।

 

৫৯ বছর বয়সী এ ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা একটি দল গঠন করছি। এই নির্বাচনের পরে আমরা সারা দেশে আরও এআই প্রার্থী নিয়োগ করবো। আমরা বড় এবং গণতান্ত্রিক কিছু ব্লক তৈরিতে এটিকে উদ্বোধন হিসেবে দেখছি।

এন্ডাকট জানান, প্রথাগত রাজনীতিতে হতাশ হওয়ায় তিনি ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যালট পেপারে তার নাম দেখাবে ‘এআই স্টিভ’।

এ বিষয়ে দাতব্য কর্মী ইওনা জনস্টন বলেন, কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগের মতো অনেক ক্ষেত্রেই আমরা এআই ব্যবহার করছি। তাহলে রাজনীতিতে কেন করবো না? এটি আমাদের জীবনযাত্রার ধরন বদলে দিতে পারে।

 

ভিয়েতনাম সফরে পুতিন

রাশিয়ান বার্তা সংস্থা

ভিয়েতনামে সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাষ্ট্রীয় সফরে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছেন। রাশিয়ার বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়। পুতিনের এই সফরের মাধ্যমে মস্কো এবং হ্যানয়ের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

ভিয়েতনামের আগে উত্তর কোরিয়ায় সফর করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী এবং ব্যবসায়িক ব্যক্তিত্বদের একটি বড় প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সফর করছেন পুতিন।

এর আগে বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান পুতিন। সে সময় বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান কিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024