ঢাকায় কত প্রকারের মসলিন ছিলো (১ম কিস্তি)

শিবলী আহম্মেদ সুজন ঢাকার তাঁতে প্রস্তুত সুতী কাপড় কয়েক ভাগে বিভক্ত ছিল। একদিকে যেমন নওয়াব-বাদশাহদের উপযুক্ত সূক্ষ্মতম মসলিন তৈরী হত, অন্যদিকে তেমনি সাধারণ  কৃষকদের ব্যবহারোপযোগী মোটা কাপড়ও ঢাকায় তৈরী হত। সে হিসাবে বিচার করলে ঢাকায় তৈরী সুতী কাপড়কে কয়েকটি সাধারণ ভাগে ভাগ করা যায়-মসলিন, মাঝারি রকমের কাপড়, মোটা কাপড় ও এক  ধরনের রেশম মিশ্রিত সুতী … Continue reading ঢাকায় কত প্রকারের মসলিন ছিলো (১ম কিস্তি)