রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা ক্যাডার আটক

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৩.১৩ পিএম

জাফর আলম,কক্সবাজার :

কক্সবাজারে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পর বিদেশি দুটি জি-৩ রাইফেল ও ৫০টি গুলিসহ আরসার এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে এপিবিএন পুলিশ।শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১ টায় উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ ইলিয়াস (২৬) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের মৃত হাসান আহমদের ছেলে।৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা উপস্থিতি টের পেয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। তিনি বলেন, গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার আরসার এক শীর্ষ কমান্ডারকে এপিবিএন সদস্যরা আটক করতে সক্ষম হয়।

পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি ২টি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলি পাওয়া যায়। তিনি আরও বলেন, আটক যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে আরসার সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান মোহাম্মদ ইকবাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024