রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

টয়োটা জাপানের সিলিকন আইল্যান্ডে  ইভি ব্যাটারী প্লান্ট স্থাপন করবে

  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১২.৩৫ পিএম

নিক্কেইএশিয়া

নিক্কেই এশিয়া জানিয়েছে, টয়োটা মোটর জাপানের সর্বদক্ষিণের দ্বীপ কিউসুতে ইলেকট্রিক গাড়ির জন্যে ব্যাটারী প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে। কোম্পানীটি কিউসুকে এর কারখানা স্থাপনের জন্যে বেছে নিয়েছে কারন এখানে অনেক অটো এবং সেমিকন্ডাক্টর প্লান্ট অবস্থিত যা এশিয়াতে ইভি সাপ্লাই চেইনের মূল কেন্দ্র এবং পাশাপাশি এর রপ্তানীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে।

যখন চাইনিজ প্রস্তুতকারীরা কমদামী ইভি প্রস্তুতে মাথাচাড়া দিয়ে উঠছে, টয়োটা তখন আশা করছে এর সবচেয়ে লাক্সারীয়াস লেক্সাস ব্র্যান্ড এর ইভি স্ট্র্যাটেজির।

 

ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের এখনই সময়- হ্যারিস

রয়টার্স  

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের জন্যে চাপ দিয়েছেন যাতে প্যালেস্টাইনি বেসামরিক জহনগনের প্রাণহানি বন্ধ হয়। তার এই আহ্বান অনেকটাই প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েওে জোরালো ছিল।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফেস টু ফেস একটি আলোচনা শেষে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস একটি টেলিভিশন ভাষণে বলেছেন, “এখনই যুদ্ধ বন্ধের সময়।”

নয়মাস হামাস-ইসরাইল যুদ্ধের কারনে গাজায় মানবিক বিপর্যয়ের পরে সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী  এমন ভাষায় ‍ুযদ্ধ বন্ধের আহবান জানালেন।

টাইফুন গাইমির আঘাতে চায়নার ফুজিয়ান প্রদেশে সাড়ে ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্থ

সিজিটিএন

ফুজিয়ান প্রদেশের ফ্লাড কন্ট্রোল এন্ড ড্রাউট রিলিফ হেডকোয়ার্টারস থেকে জানানো হয়, ২৬শে জুলাই সকাল ছয়টায় টাইফুন গাইমির আঘাতে চায়নার পূর্ব ফুজিয়ান প্রদেশে কমপক্ষে ৬,২৮,৬০০ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। ফুজিয়ান এর ক্ষতি ৩ মাত্রার বলে ইমার্জেন্সি রেসপন্স লেভেল ফর ন্যাচারাল ডিজাস্টার রিলিফকে  জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024