পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-২)

জীবনকথা তাই বাজান অবসর পাইলেই দাদার সাংসারিক কাজে সাহায্য করিতেন। হয়তো সেইজন্যই তাঁহাকে শেষরাত্রে উঠিয়া পড়াশুনা করিতে হইত। বর্ষাকালে আমাদের দেশে সমস্ত মাঠ ঘাট জলে ডুবিয়া যাইত। গরুর জন্য কোথাও ঘাস মিলিত না। বাজান তাঁর সহপাঠী কাজেম মোল্লাকে সঙ্গে লইয়া পদ্মা নদীর ওপার হইতে মাঝে মাঝে নটা-ঘাস কাটিয়া আনিতেন। একবার তাঁহারা পদ্মা নদীর ওপার হইতে … Continue reading পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-২)