পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-৪)

জীবনকথা অধুনা যেখানে মুরগির হাট তাহার পিছনে সাহাদের আরও একটি ঘর ছিল। প্রায় খালিই পড়িয়া থাকিত। সাহাদিগকে অনেক বুঝাইয়া সেই গুদামঘরে স্কুল স্থানান্তরিত হইল। সুরেশবাবুর সঙ্গে বাজানের গভীর বন্ধুত্ব স্থাপিত হইয়াছিল। এই স্কুলটিকে অবলম্বন করিয়া তাঁহারা একে অপরকে বড়ই আপনার করিয়া লইয়াছিলেন। একত্র হইলে পরস্পরের দুঃখ দারিদ্র্য বা সাংসারিক অনটনের কথা লইয়া কোনোদিন তাঁহাদিগকে আলোচনা … Continue reading পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-৪)