মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৯)

শ্রী নিখিলনাথ রায় মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় রাজসাহী নামে এক একটি পরগণা দৃষ্ট হয়, এবং তাহাও উদয়নারায়ণের জমীদারির অন্তর্ভূত ছিল। ফলতঃ তাঁহার জমীদারি যে পদ্মার উভয় পারে বিস্তৃত ছিল, তাহাতে সন্দেহ নাই। বিশেষতঃ মুর্শিদাবাদে তাঁহার জন্ম হওয়ায়, এতদঞ্চলের রাজস্ব তাঁহার দ্বারায় সংগৃহীত হইত। জমীদারগণের প্রতি অত্যন্ত অবিশ্বাস থাকায়, নবাব মুর্শিদকুলী খাঁ কতিপর আমীন নিযুক্ত করিয়া, … Continue reading মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৯)