মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৬)

শ্রী নিখিলনাথ রায়   মসজেদের পশ্চাতে অর্থাৎ পশ্চিমদিকে সদররাস্তা; রাস্তা হইতে মজেদের দক্ষিণপার্শ্বে একটি পথ দিয়া মজেদের সম্মুখে উপস্থিত হইতে হয়। মজেদ পূর্ব্বমুখে অবস্থিত। প্রবেশদ্বারে উঠিতে হইলে, চৌদ্দটি বৃহৎ সোপান অতিক্রমের প্রয়োজন। এই সোপানাবলীর নিয়ে, একটি ক্ষুদ্র • প্রকোষ্ঠে মুর্শিদাবাদের স্থাপয়িতা ইতিহাসখ্যাত মুর্শিদকুলী খাঁ অনন্ত- “নিদ্রায় নিদ্রিত। যাঁহার শাসনে সমগ্র বঙ্গভূমি সন্ত্রস্ত হইয়াছিল, এক্ষণে তিনি … Continue reading মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৬)