মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩১)

শ্রী নিখিলনাথ রায়   এই সময়ে শেঠদিগের উন্নতি চরমসীমার উপনীত হয়। তাঁহাদের ঐশ্বর্য্যের সীমা ছিল না। শেঠদিগের গদীতে অনবরত ১০ কোট টাকার কারবার চলিত। জমীদার মহাজন ও অন্তার ব্যবসায়ী সকলেই অর্থের জন্ম শেঠদিগের নিকট উপস্থিত হইতেন। ইংরেজ, ফরাসী প্রভৃতি বৈদে- শিক বণিকগণ তাঁহাদের নিকট হইতে টাকা কর্জ লইতেন। ফতেচাদের মৃত্যুর পর নবাব আলিবর্দী খাঁ জগৎশেঠ … Continue reading মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩১)