০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
মব হত্যা ঠেকাতে এখনই চাই কঠোর ব্যবস্থা—জিএম কাদের এশিয়ায় ক্যানসার চিকিৎসা: শীর্ষ ৫টি কেন্দ্র ও খরচের বিবরণ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: জ্বালানির সুইচ নিয়ে ককপিটে বিভ্রান্তি খালি পায়ের ডাক্তার: বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য সেবার নীরব বিপ্লব হোলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলা: র‌্যাবের অবস্থান,  বিভীষিকাময় সন্ধ্যা রাজনৈতিক দলের নামে চাঁদাবাজির অভিযোগ: ব্যবসা-বাণিজ্য ও নাগরিক জীবন উদ্বেগে শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না ব্যাংক ঋণ শ্রেণিবিন্যাসের নিয়ম বাংলাদেশের শিল্পায়নের পথে নয়া বাধা? এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন: ‘ফুয়েল সুইচ’ কেটে দেওয়া অবস্থায় ছিল যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিতে বাংলাদেশের পোশাকের অর্ডার স্থগিত  করেছে ওয়ালমার্ট

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তন

  • Sarakhon Report
  • ০৮:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • 23

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি জাপান সফর শেষে ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন।বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪—১৮ অক্টোবর ২০২৪ তারিখ জাপান সফর করেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘অরৎ ঋড়ৎপব ঋড়ৎঁস রহ ঔধঢ়ধহ (অঋঋঔ)’ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘ওহফড়—চধপরভরপ অরৎ ঈযরবভং ঈড়হভবৎবহপব রহ ঞড়শুড় (ওহচঅঈঞ)’—সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ১৪ অক্টোবর ২০২৪, সোমবার ঢাকা ত্যাগ করেন।

মব হত্যা ঠেকাতে এখনই চাই কঠোর ব্যবস্থা—জিএম কাদের

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তন

০৮:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি জাপান সফর শেষে ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন।বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪—১৮ অক্টোবর ২০২৪ তারিখ জাপান সফর করেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘অরৎ ঋড়ৎপব ঋড়ৎঁস রহ ঔধঢ়ধহ (অঋঋঔ)’ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘ওহফড়—চধপরভরপ অরৎ ঈযরবভং ঈড়হভবৎবহপব রহ ঞড়শুড় (ওহচঅঈঞ)’—সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ১৪ অক্টোবর ২০২৪, সোমবার ঢাকা ত্যাগ করেন।