০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ইসলামী ব্যাংকে এক হাজার প্রশিক্ষণ সহকারী কর্মকর্তার বরণ শীর্ষ উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান অর্থনৈতিক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইরানে বিপ্লবী গার্ডের এক স্বেচ্ছাসেবক নিহত সঞ্চয়পত্রের সুদ কমলো, নতুন বছরে সংকটে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তরা জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক নয়, শোকের মুহূর্তে সৌজন্য রক্ষা করেছে সবাই: পররাষ্ট্র উপদেষ্টা নিউইয়র্কের রাজনীতিতে মুসলিমদের উত্থান, মামদানির জয়ে শহরের ক্ষমতার মানচিত্রে নতুন অধ্যায় শান্তির পথে কঠিন বাঁক, নতুন বছরে রাশিয়া–ইউক্রেন সংঘাত আরও জটিল

তাজমহল টেকওয়ের তন্দুরি চিকেন মানেই ভিন্ন স্বাদ

  • Sarakhon Report
  • ০৫:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 165

শিবলী আহম্মেদ সুজন

তাজমহল টেকওয়ের চিকেন তন্দুরি মানেই আলাদা কিছু। তাই  শত পদের ইফতারির আইটেমের মধ্যে চিকেন তন্দুরি’র অর্ডারই থাকে সব থেকে।

তাজমহল টেক ওয়ে অত্যন্ত পরিপাটি রেস্তোরা। তারপরেও তারা সেখানে বসে ইফতারির ব্যবস্থা রাখে না। বাইরের ক্রেতা সামলাতেই হিম শিম খায়।

 

রেস্তোরাটা দেখলে ভালো লাগে।  দেওয়ালে রয়েছে বিভিন্ন খাবারের ছবি । সব মিলেই যেন খাবারের একটা আমেজ।

 আজ দুপুরে বনানীর  তাজমহল টেকওয়ে তে গিয়ে দেখা গেল ইফতারি সাজিয়ে বিক্রির জন্য বসে আছে স্টাফরা । ক্রেতারা আসছে ইফতার কিনতে ।

 

তাজমহল টেকওয়েতে ইফতারি বানানো শুরু হয় সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত । ইফতারি বিক্রি শুরু হয়  দুপুর ২ টা ৩০ থেকে মাগরিবের আগে মুহূর্ত পর্যন্ত।

 

তাজমহল টেকওয়ের ম্যানেজার মোঃচাঁন মিয়ার সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততার মাঝেও নিজে থেকে কথা বলতে এগিয়ে আসেন ।

তিনি হাসি মুখে জানান , বেচা-কেনা মোটামুটি তুলনামূলকভাবে বেশ ভালোই হচ্ছে ।

 

তাজমহল টেকওয়ের স্টাফরা

 

জানতে চাইলাম, ইফতারি করার ব্যবস্থা আছে কিনা ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন , আমাদের এখানে ইফতারি করার কোন ব্যবস্থা নেই ।

কোন খাবার আইটেম বেশি বিক্রি হচ্ছে ?

আমাদের এখানে তান্দুরি চিকেন বেশি বিক্রি হচ্ছে ।

কোন বয়সী ক্রেতা সব চাইতে বেশি ইফতারি কিনতে আসেন ?

 

তরুণ ও মধ্য বয়সের ক্রেতারা বেশি ইফতারি কিনে নেয়।

 

তাজমহল টেকওয়েতে যে সকল আইটেম গুলো আছে-

১) তান্দুরি চিকেন ১২০ টাকা ।

২) বিফ সিক কাবাব ১৭০ টাকা ।

 

 

৩) টিক্কা  কাবাব হাফ ১২০ টাকা ।

৪) জালি কাবাব ২৫ টাকা ।

৫) চিকেন রোল ৭০ টাকা ।

৬) ইগ রোল ৪০ টাকা ।

 

 

৭) স্প্রিং রোল ১৫ টাকা ।

৮) বিফ শাহী হালিম ছোট/মাঝারি/বড় ,৩০০/৫০০/৭০০ টাকা ।

৯) জিলাপী প্রতিকেজি ৪০০ টাকা ।

 

 

১০) ছোলা বুট প্রতিকেজি ২০০ টাকা ।

১১) ডিম চপ ১৫ টাকা ।

১২) বেগুনি ১০ টাকা ।

 

 

১৩) আলুর চপ ১০ টাকা ।

১৪) পেয়াজু ১০ টাকা ।

১৫) পাকুরা ১০ টাকা ।

 

তাজমহল টেকওয়ে খুজে পাওয়া খুব সহজ । এটি  বনানী বাজারে অবস্থিত । ঠিকানাঃ বাড়ি # ৪৬/৫, রোড#১০,বনানী বাজার, বনানী ,ঢাকা-১২১৩।

 

 

জনপ্রিয় সংবাদ

সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা

তাজমহল টেকওয়ের তন্দুরি চিকেন মানেই ভিন্ন স্বাদ

০৫:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

তাজমহল টেকওয়ের চিকেন তন্দুরি মানেই আলাদা কিছু। তাই  শত পদের ইফতারির আইটেমের মধ্যে চিকেন তন্দুরি’র অর্ডারই থাকে সব থেকে।

তাজমহল টেক ওয়ে অত্যন্ত পরিপাটি রেস্তোরা। তারপরেও তারা সেখানে বসে ইফতারির ব্যবস্থা রাখে না। বাইরের ক্রেতা সামলাতেই হিম শিম খায়।

 

রেস্তোরাটা দেখলে ভালো লাগে।  দেওয়ালে রয়েছে বিভিন্ন খাবারের ছবি । সব মিলেই যেন খাবারের একটা আমেজ।

 আজ দুপুরে বনানীর  তাজমহল টেকওয়ে তে গিয়ে দেখা গেল ইফতারি সাজিয়ে বিক্রির জন্য বসে আছে স্টাফরা । ক্রেতারা আসছে ইফতার কিনতে ।

 

তাজমহল টেকওয়েতে ইফতারি বানানো শুরু হয় সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত । ইফতারি বিক্রি শুরু হয়  দুপুর ২ টা ৩০ থেকে মাগরিবের আগে মুহূর্ত পর্যন্ত।

 

তাজমহল টেকওয়ের ম্যানেজার মোঃচাঁন মিয়ার সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততার মাঝেও নিজে থেকে কথা বলতে এগিয়ে আসেন ।

তিনি হাসি মুখে জানান , বেচা-কেনা মোটামুটি তুলনামূলকভাবে বেশ ভালোই হচ্ছে ।

 

তাজমহল টেকওয়ের স্টাফরা

 

জানতে চাইলাম, ইফতারি করার ব্যবস্থা আছে কিনা ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন , আমাদের এখানে ইফতারি করার কোন ব্যবস্থা নেই ।

কোন খাবার আইটেম বেশি বিক্রি হচ্ছে ?

আমাদের এখানে তান্দুরি চিকেন বেশি বিক্রি হচ্ছে ।

কোন বয়সী ক্রেতা সব চাইতে বেশি ইফতারি কিনতে আসেন ?

 

তরুণ ও মধ্য বয়সের ক্রেতারা বেশি ইফতারি কিনে নেয়।

 

তাজমহল টেকওয়েতে যে সকল আইটেম গুলো আছে-

১) তান্দুরি চিকেন ১২০ টাকা ।

২) বিফ সিক কাবাব ১৭০ টাকা ।

 

 

৩) টিক্কা  কাবাব হাফ ১২০ টাকা ।

৪) জালি কাবাব ২৫ টাকা ।

৫) চিকেন রোল ৭০ টাকা ।

৬) ইগ রোল ৪০ টাকা ।

 

 

৭) স্প্রিং রোল ১৫ টাকা ।

৮) বিফ শাহী হালিম ছোট/মাঝারি/বড় ,৩০০/৫০০/৭০০ টাকা ।

৯) জিলাপী প্রতিকেজি ৪০০ টাকা ।

 

 

১০) ছোলা বুট প্রতিকেজি ২০০ টাকা ।

১১) ডিম চপ ১৫ টাকা ।

১২) বেগুনি ১০ টাকা ।

 

 

১৩) আলুর চপ ১০ টাকা ।

১৪) পেয়াজু ১০ টাকা ।

১৫) পাকুরা ১০ টাকা ।

 

তাজমহল টেকওয়ে খুজে পাওয়া খুব সহজ । এটি  বনানী বাজারে অবস্থিত । ঠিকানাঃ বাড়ি # ৪৬/৫, রোড#১০,বনানী বাজার, বনানী ,ঢাকা-১২১৩।