০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
ভারতের শেয়ারবাজারে নতুন বছরের শুরু শান্ত, গাড়ি খাতের উত্থানে সামলাল তামাক শেয়ারের ধাক্কা মসজিদভিত্তিক শিক্ষায় নতুন বছরের বই পেল ২৪ লাখের বেশি শিক্ষার্থী পল্লীকবি জসীমউদ্দীনের একশ তেইশতম জন্মবার্ষিকী আজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় মানুষের ঢল ২০২৫ সালের বাজার কাঁপানো বছর: শুল্ক, ডলার, স্বর্ণ আর শক্তির দোলাচল ভারতের গাড়ি বাজারে কর ছাড়ের গতি, ডিসেম্বরেই বিক্রিতে বড় লাফ তেলের দামে বড় ধস, পাঁচ বছরে সবচেয়ে গভীর বার্ষিক পতন মার্কিন কৃষিতে বারো বিলিয়ন ডলারের সহায়তা, তবু সয়াবিন চাষিদের উদ্বেগ কাটছে না শিকাগো লস অ্যাঞ্জেলেস পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার ট্রাম্পের হুঁশিয়ারি অপরাধ বাড়লেই আরও কঠোর প্রত্যাবর্তন ইনকুইজিশনের বিরুদ্ধে দাঁড়ানো: ডোনা গ্রাসিয়ার সাহসী লড়াই

ভাই বোন রেষ্টুরেন্টে সেহরিতে ভর্তা ও শাকের ব্যবস্থাও আছে 

  • Sarakhon Report
  • ০৬:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 118

শিবলী আহম্মেদ সুজন

অন্যান্য দিনের চেয়ে আজকের দিনটা একটু আলাদা।আজ সরকারি ছুটির দিন  । দুপুর ১টা ৩০ মিনিট । বনানীর ভাইবোন রেষ্টুরেন্টে গিয়ে দেখা গেলো ইফতার বানানো নিয়ে ব্যস্ত ।  রেষ্টুরেন্টের কর্ণধার জালাল উদ্দিন হাসি মুখ এগিয়ে আসলেন কথা বলার জন্য। রেষ্টুরেন্টটি  সাজানো গোছানো । ঘরোয়া পরিবেশ বললে ভুল হবে না ।

 

কর্ণধার মোঃজালাল উদ্দিন

 

ভাই বোন রেষ্টুরেন্টের কর্ণধার মোঃ জালাল উদ্দিনের কথায়  যা উঠে আসে-

ইফতার বিক্রি কেমন হচ্ছে?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, বেচা-কেনা মোটামুটি ভালো হচ্ছে ।

কোন বয়সী ক্রেতা বেশি আসেন ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন , তরুণ ক্রেতারা বেশি আসেন ।

সেহেরির ব্যবস্থা আছে কি ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে সেহেরি করার ব্যবস্থা আছে ।

কত জন বসে সেহেরি করতে পারবে ?

এ প্রশ্নের উপরে তিনি বলেন , আমাদের এখানে ২০ জনের মত সেহেরি করতে পারবে । সেহেরি তে সেসকল খাবার রয়েছে – ভাত, মাছ, মুরগীর মাংস,গরুর মাংস, ভাজি ,ভর্তা, শাক ।

সেহেরিতে কোন খাবারটা বেশি বিক্রি হয়?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, সেহেরিতে বেশি বিক্রি হয় মাছ,ভর্তা ,ও সবজি ।

ভাই-বোন রেষ্টুরেন্টে যে সকল ইফতার আইটেম আছে –

১) পেয়াজু ১০ টাকা

২) আলুর চপ ১০ টাকা

৩)  বেগুনি ১০ টাকা

৫) ডিম চপ ২০ টাকা

৬) জালি কাবাব ৩০ টাকা

৭) জিলাপী (প্রতিকেজি ) ২০০/৪০০ টাকা

৮) বুরিন্দা ২০০ টাকা

৯)  ছোলা (প্রতিকেজি) ২০০ টাকা

 ১০) হালিম /১০০/২০০/৩০০ টাকা

ভাই বোন রেষ্টুরেন্টটি খুঁজে পাওয়া কঠিন নয় ।ঠিকানাঃ এইচ-৮৪/৮,নিউ এয়ারপোর্ট ,বনানী ,ধাকা-১২১৩।

ভারতের শেয়ারবাজারে নতুন বছরের শুরু শান্ত, গাড়ি খাতের উত্থানে সামলাল তামাক শেয়ারের ধাক্কা

ভাই বোন রেষ্টুরেন্টে সেহরিতে ভর্তা ও শাকের ব্যবস্থাও আছে 

০৬:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

অন্যান্য দিনের চেয়ে আজকের দিনটা একটু আলাদা।আজ সরকারি ছুটির দিন  । দুপুর ১টা ৩০ মিনিট । বনানীর ভাইবোন রেষ্টুরেন্টে গিয়ে দেখা গেলো ইফতার বানানো নিয়ে ব্যস্ত ।  রেষ্টুরেন্টের কর্ণধার জালাল উদ্দিন হাসি মুখ এগিয়ে আসলেন কথা বলার জন্য। রেষ্টুরেন্টটি  সাজানো গোছানো । ঘরোয়া পরিবেশ বললে ভুল হবে না ।

 

কর্ণধার মোঃজালাল উদ্দিন

 

ভাই বোন রেষ্টুরেন্টের কর্ণধার মোঃ জালাল উদ্দিনের কথায়  যা উঠে আসে-

ইফতার বিক্রি কেমন হচ্ছে?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, বেচা-কেনা মোটামুটি ভালো হচ্ছে ।

কোন বয়সী ক্রেতা বেশি আসেন ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন , তরুণ ক্রেতারা বেশি আসেন ।

সেহেরির ব্যবস্থা আছে কি ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে সেহেরি করার ব্যবস্থা আছে ।

কত জন বসে সেহেরি করতে পারবে ?

এ প্রশ্নের উপরে তিনি বলেন , আমাদের এখানে ২০ জনের মত সেহেরি করতে পারবে । সেহেরি তে সেসকল খাবার রয়েছে – ভাত, মাছ, মুরগীর মাংস,গরুর মাংস, ভাজি ,ভর্তা, শাক ।

সেহেরিতে কোন খাবারটা বেশি বিক্রি হয়?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, সেহেরিতে বেশি বিক্রি হয় মাছ,ভর্তা ,ও সবজি ।

ভাই-বোন রেষ্টুরেন্টে যে সকল ইফতার আইটেম আছে –

১) পেয়াজু ১০ টাকা

২) আলুর চপ ১০ টাকা

৩)  বেগুনি ১০ টাকা

৫) ডিম চপ ২০ টাকা

৬) জালি কাবাব ৩০ টাকা

৭) জিলাপী (প্রতিকেজি ) ২০০/৪০০ টাকা

৮) বুরিন্দা ২০০ টাকা

৯)  ছোলা (প্রতিকেজি) ২০০ টাকা

 ১০) হালিম /১০০/২০০/৩০০ টাকা

ভাই বোন রেষ্টুরেন্টটি খুঁজে পাওয়া কঠিন নয় ।ঠিকানাঃ এইচ-৮৪/৮,নিউ এয়ারপোর্ট ,বনানী ,ধাকা-১২১৩।