০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
মসজিদভিত্তিক শিক্ষায় নতুন বছরের বই পেল ২৪ লাখের বেশি শিক্ষার্থী পল্লীকবি জসীমউদ্দীনের একশ তেইশতম জন্মবার্ষিকী আজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় মানুষের ঢল ২০২৫ সালের বাজার কাঁপানো বছর: শুল্ক, ডলার, স্বর্ণ আর শক্তির দোলাচল ভারতের গাড়ি বাজারে কর ছাড়ের গতি, ডিসেম্বরেই বিক্রিতে বড় লাফ তেলের দামে বড় ধস, পাঁচ বছরে সবচেয়ে গভীর বার্ষিক পতন মার্কিন কৃষিতে বারো বিলিয়ন ডলারের সহায়তা, তবু সয়াবিন চাষিদের উদ্বেগ কাটছে না শিকাগো লস অ্যাঞ্জেলেস পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার ট্রাম্পের হুঁশিয়ারি অপরাধ বাড়লেই আরও কঠোর প্রত্যাবর্তন ইনকুইজিশনের বিরুদ্ধে দাঁড়ানো: ডোনা গ্রাসিয়ার সাহসী লড়াই হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

সেহেরিতে দেশীয় খাবারের চাহিদা আমন্ত্রন রেষ্টুরেন্টে বেশি

  • Sarakhon Report
  • ০৬:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 108

শিবলী আহম্মেদ সুজন

দুপর ২ টা ২০ মিনিট। বনানীর আমন্ত্রন হোটেল এন্ড রেষ্টুরেন্টে গিয়ে দেখা গেল রাধুনী জিলাপী তৈরি করা নিয়ে ব্যস্ত। স্টাফরা ইফতারি টেবিলে সাজিয়ে রাখছে । রেষ্টুরেন্টের ভিতরে রয়েছে ১০ টি টেবিল । দেওয়ালে রয়েছে বিভিন্ন খাবারের মেনু। সব কিছু সাজানো পরিপাটি ও গোছানো  ।

আমন্ত্রন রেষ্টুরেন্টের স্টাফরা

আমন্ত্রন হোটেল এন্ড রেষ্টুরেন্টের ম্যানেজার মোঃমিজানের সাথে কথা বলে যা জানা গেলো-

ইফতারি কেনা-বেচা কেমন হচ্ছে?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আগের তুলনায় বেচা-কেনা মোটামুটি ভালো হচ্ছে ।

কতজন বসে ইফতারি করতে পারবে ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে ৪০ জনের ইফতারির ব্যবস্থা রয়েছে ।

সেহেরি খাওয়ার ব্যবস্থা আছে কি ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে সেহেরি খাওয়ার ব্যবস্থা আছে ।

সেহেরিতে কোন খাবার গুলো বেশি বিক্রি হয়?

এ প্রশ্নের উওরে তিনি বলেন , আমাদের এখানে মোটামুটি সেহেরিতে সব খাবারই বিক্রি হয়। দেশীয় খাবার বেশি বিক্রি হয়। যেমন-ভাত,মাছ ,মুরগীর মাংস,ও ডিম ইত্যাদি।

কোন বয়সী ক্রেতারা বেশি ইফতারি কিনতে আসে?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, মধ্যে বয়সী ক্রেতার চেয়ে তরুণরা বেশি আসে।

আমন্ত্রণ হোটেল এন্ড রেষ্টুরেন্টে যেসকল ইফতারি আইটেম আছে –

১) নান / বাটার নান  ২০/ ৪০ টাকা

২) হালিম ১০০/২০০/৩০০ টাকা

৩) পেয়াজু ১০ টাকা

৪) আলুর চপ ১০ টাকা

৫) বেগুনি ১০ টাকা

৬) ডিম চপ ২০ টাকা

৭) জালি কাবাব ২৫ টাকা

৮) জিলাপী (প্রতিকেজি )২০০/৪০০ টাকা

৯) বুরিন্দা ২০০ টাকা ।

১০) ছোলা (প্রতিকেজি) ২০০ টাকা

আমন্ত্রন হোটেল এন্ড রেষ্টুরেন্ট টি খুঁজে পাওয়া খুব সহজ। ঠিকানাঃএইচ-৯৭/৩ ,নিউ এয়ারপোর্ট ,কাকলী,বনানী, ঢাকা-১২১৩।

মসজিদভিত্তিক শিক্ষায় নতুন বছরের বই পেল ২৪ লাখের বেশি শিক্ষার্থী

সেহেরিতে দেশীয় খাবারের চাহিদা আমন্ত্রন রেষ্টুরেন্টে বেশি

০৬:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

দুপর ২ টা ২০ মিনিট। বনানীর আমন্ত্রন হোটেল এন্ড রেষ্টুরেন্টে গিয়ে দেখা গেল রাধুনী জিলাপী তৈরি করা নিয়ে ব্যস্ত। স্টাফরা ইফতারি টেবিলে সাজিয়ে রাখছে । রেষ্টুরেন্টের ভিতরে রয়েছে ১০ টি টেবিল । দেওয়ালে রয়েছে বিভিন্ন খাবারের মেনু। সব কিছু সাজানো পরিপাটি ও গোছানো  ।

আমন্ত্রন রেষ্টুরেন্টের স্টাফরা

আমন্ত্রন হোটেল এন্ড রেষ্টুরেন্টের ম্যানেজার মোঃমিজানের সাথে কথা বলে যা জানা গেলো-

ইফতারি কেনা-বেচা কেমন হচ্ছে?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আগের তুলনায় বেচা-কেনা মোটামুটি ভালো হচ্ছে ।

কতজন বসে ইফতারি করতে পারবে ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে ৪০ জনের ইফতারির ব্যবস্থা রয়েছে ।

সেহেরি খাওয়ার ব্যবস্থা আছে কি ?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে সেহেরি খাওয়ার ব্যবস্থা আছে ।

সেহেরিতে কোন খাবার গুলো বেশি বিক্রি হয়?

এ প্রশ্নের উওরে তিনি বলেন , আমাদের এখানে মোটামুটি সেহেরিতে সব খাবারই বিক্রি হয়। দেশীয় খাবার বেশি বিক্রি হয়। যেমন-ভাত,মাছ ,মুরগীর মাংস,ও ডিম ইত্যাদি।

কোন বয়সী ক্রেতারা বেশি ইফতারি কিনতে আসে?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, মধ্যে বয়সী ক্রেতার চেয়ে তরুণরা বেশি আসে।

আমন্ত্রণ হোটেল এন্ড রেষ্টুরেন্টে যেসকল ইফতারি আইটেম আছে –

১) নান / বাটার নান  ২০/ ৪০ টাকা

২) হালিম ১০০/২০০/৩০০ টাকা

৩) পেয়াজু ১০ টাকা

৪) আলুর চপ ১০ টাকা

৫) বেগুনি ১০ টাকা

৬) ডিম চপ ২০ টাকা

৭) জালি কাবাব ২৫ টাকা

৮) জিলাপী (প্রতিকেজি )২০০/৪০০ টাকা

৯) বুরিন্দা ২০০ টাকা ।

১০) ছোলা (প্রতিকেজি) ২০০ টাকা

আমন্ত্রন হোটেল এন্ড রেষ্টুরেন্ট টি খুঁজে পাওয়া খুব সহজ। ঠিকানাঃএইচ-৯৭/৩ ,নিউ এয়ারপোর্ট ,কাকলী,বনানী, ঢাকা-১২১৩।