সারাক্ষণ ডেস্ক
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আজ (২৪ এপ্রিল) ৫১ তম জন্মদিন।১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম হয়েছিল ক্রিকেট কিংবদন্তির। মাত্র ১৬ বছর বয়সে ক্রিকেট ইশ্বরের টেস্ট অভিষেক হয়। তিনি একই বছর ওয়ানডেতেও পা রাখেন ।
টেন্ডুলকারের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড রয়েছে । ওডিআই ও টেষ্ট উভয় মিলিয়ে সবচেয়ে বেশি রানের মালিক তিনি।ক্রিকেটের এই কিংবদন্তি ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়।
তিনি ১৯৯৭ – ১৯৯৮ সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ এবং ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন।২০০৮ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে শচীনকে ভারতীয় বিমানবাহিনী মর্যাদাসূচক ক্যাপ্টেন পদ প্রদান করেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড ও সতীর্থ থেকে শুরু করে পুরোবিশ্ব সর্বকালের সেরা এই খেলোয়াড়কে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ।
Leave a Reply