আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১৬. জমিদার খ্যাঁক করে উঠল, “সব বাজে কথা, সোনা কি খরায় পুড়ে যায়?” আফান্দী বলল, “আমার কথায় বিশ্বাস না হলে, সাক্ষীকে ডাকুন।”
১৭. জমিদার কাজিকে ডেকে আনালে কাজি বলল, “আমি একজন ন্যায় বিচারক। যে মিথ্যা কথা বলবে তাকে আমি শাস্তি দেবো।”
১৮. আফান্দী বলল, “তাহলে কাজি সাহেব, আপনি প্রভুকে জিজ্ঞেস করুন সোনা খরায় পুড়ে যাওয়ার কথা যদি তার বিশ্বাস না হয়, তাহলে আট তোলা সোনা নেবার সময় তার কি করে বিশ্বাস হলো যে সোনা মাটিতে ফলেছে?”
Leave a Reply