মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্লাউড কম্পিউটিং বাড়ানোর জন্য অ্যামাজন সিঙ্গাপুরে $9 বিলিয়ন বিনিয়োগ করবে মুম্বাইয়ের যানজট এড়াতে অভিনেতা কার্তিকের ‘মেট্রো ভ্রমণ’ রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের ২৪ বছরের ক্ষমতার উল্লেখযোগ্য  ঘটনাসমূহ বাঁশফুল কি সত্যিই ‘ইঁদুর বন্যা’ ঘটায় এবং দুর্ভিক্ষ ডেকে আনে? আমি কোন প্যান-ইন্ডিয়া তারকা না: ফাহাদ ফাসিল প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিনের ৫ম মেয়াদে যাত্রা শুরু বৈবাহিক জীবনে স্বামী-স্ত্রীর বিকৃত যৌনাচার অবৈধ নয় -ভারতীয় বিচারক ধোঁকার ঝুলি (পর্ব-৪) ‘ওয়ারেন বাফেট’ কঠোর সতর্কতায় ‘এআইকে’ পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করেছেন চায়না, জাপান, দ: কোরিয়া ত্রিপক্ষীয় বৈঠক: সহযোগিতাই দক্ষিণ এশিয়ার অর্থনীতি, স্থিতিশীলতার জন্য উপকারী: বিশেষজ্ঞ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একসঙ্গে কাজ করবে স্যামসাং- গুগল

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯.১৩ পিএম

সারাক্ষণ ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্সের সভাপতি এবং মোবাইল ব্যবসায়ের প্রধান রোহ তাই-মুন এবং গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোর মধ্যে বৈঠক হয়েছে।  রিক অস্টারলো গুগলের প্ল্যাটফর্ম এবং ডিভাইস টিমের তত্ত্বাবধান করেন। দক্ষিণ কোরিয়ার সিউলে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) করা এই বৈঠক কৃত্রিম বুদ্ধিমত্তায় তাদের অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকের পর, রিক কোরীয়ার প্রযুক্তি জায়ান্টের মোবাইল প্রধানের সঙ্গে তোলা একটি ছবি এক্স (যা আগে টুইটার নামে পরিচিত) -এ পোস্ট করেন।

সেখানে রিক লেখেন, ‘ স্যামসাং মোবাইল লিডারশিপের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমাদের অংশীদারিত্ব আর কখনও এতো শক্তিশালী হয়নি। আমি এআই-তে আমাদের সহযোগিতা এবং উভয় সংস্থার জন্য সামনে অনেক সুযোগ নিয়ে রোমাঞ্চিত।’

২০১০ সালে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সজ্জিত স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলো চালু হওয়ার পর থেকে দুটি সংস্থা সহযোগিতা করছে এবং জানুয়ারিতে সর্বশেষ গ্যালাক্সি এস ২৪ সিরিজে গুগলের এআই-চালিত সার্কেলকে অনুসন্ধানের বৈশিষ্ট্যযুক্ত করে এআই সহযোগিতা আরো বাড়ানো হয়েছে ।

বৈঠকে এআই সহযোগিতার সম্প্রসারণ একটি প্রধান বিষয় হিসাবে আলোচনা করা হয়। স্যামসাং রিকের পোস্টটি রিটুইট করেছে এবং মন্তব্য করেছে, “গুগল পণ্য ও পরিষেবায় সেরা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম সরবরাহের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এআই-চালিত অ্যান্ড্রয়েড এবং গ্যালাক্সি অভিজ্ঞতা ভবিষ্যতে সামনে আসছে । ”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024