সারাক্ষণ ডেস্ক
বলিউড অভিনেতা আয়ুশ শর্মা অভিনীত অ্যাকশন সিনেমা ‘রুসলান’ মুক্তি পেয়েছে । সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করছে ৬০ লক্ষ রুপি।রুসলান সিনেমাটি পরিচালনা করেছেন ললিত বুটানি ।
২০১৮ সালে ‘লাভযাত্রী’ সিনেমার মধ্যদিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর সালমান খানের সাথে অন্তীম সিনেমায় সাবলীল অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বলিউড সুপারস্টার সালমান খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রুসলানের ট্রেইলার শেয়ার করেছেন এবং রুসলানের পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। সালমান তার সোশ্যাল অ্যাকাউন্টে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেছেন।
রুসলান সিনেমাটিতে আরও অভিনয় করেছেন , জগপতি বাবু, সুশ্রী শ্রেয়া মিশ্রা এবং বিদ্যা মালভাদে ।
Leave a Reply