আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১. আফান্দী এক সাউকারের কাছ থেকে এক হাজার টাকা ধার করে এনে নিজে এবং তার পরিবারের সবাই মিলে কঠোর পরিশ্রম করে একটি দোতলা বাড়ী তৈরী করল।
২. আফান্দীর নতুন বাড়ী দেখে সাউকারের খুব পছন্দ হলো। সে আফান্দীকে বলল যে ঐ বাড়ীর ওপরের তলায় তাকে বাস করতে দিলে আফান্দীকে আপ টাকা ফেরত দিতে হবে না। তাতে রাজী না হলে ঐ মুহূর্তেই তাকে টাকা ফেরত দিতে হবে।
Leave a Reply