আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১১. আফান্দী নির্লিপ্তভাবে বলল, “বিক্রী? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে দু’হাজার টাকা দিন। এক পয়সাও কম দিলে আমি বিক্রী করবো না।” “এটা.. এটা .”, সাউকার আমতা-আমতা করতে থাকলে আফান্দী আবার গাঁইতি তুলল।
১২. “আচ্ছা, বাবা আচ্ছা, আমি কিনবো।” সাউকার তখন অনন্যোপায় হয়ে পুরো বাড়ীটি কিনে নিল। টাকা নিয়ে আফান্দী তার গাধার পিঠে চড়ে বিদায় নিল।
Leave a Reply