শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

অমৃতা সিং সম্পর্কে এ কি বললেন অভিনেতা দীপক তিজোরি

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪, ৮.২৭ পিএম

সারাক্ষণ ডেস্ক

বলিউড অভিনেতা ও পরিচালক দীপক তিজোরী । আশিকী,কাভি হাঁ কাভি না,খিলাড়ী, বাদশা,গোলাম, জো জিতা ভোহি সিকান্দার সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

 

 

সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।দীপক তিজোরি সাক্ষাৎকারে বলেছিলেন যে ,অভিনেত্রী অমৃতা সিং তার প্রাক্তন স্বামী সাইফ আলী খানকে তার একটি ছবিতে ক্যামিও করতে বাঁধা দিয়েছিলেন। অভিনেতা দীপক তিজোরি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

 

দীপক তিজোরি বলেন , আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার সিনেমা ‘পেহলা নেশাতে’ অভিনয়ের জন্য এতো তারকাদের কিভাবে পেয়েছেন ।আমি উওরে বলেছি ,আমরা সবাই বন্ধু । আমরা একে অপরকে যতটুকু সম্ভব সাহায্য করে থাকি। তারপর আমি বললাম সাইফ যখন আমার সিনেমার শুটিং এর জন্য বের হচ্ছিল তখন অমৃতা সাইফকে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন,তখন সাইফ উওরে বলে দীপকের সিনেমার শুটিং-এ । অমৃতা বলেন ,আমরা কখনই আমাদের অন্য অভিনেতাদের সমর্থন করিনি। সত্যিই তোমাদের মধ্য দারুণ বন্ধুত্ব রয়েছে ।

অভিনেতা দীপক তিজোরি আরো বলেন, কিন্তু আমার বক্তব্য মিডিয়াতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে । আমি কখনই বলিনি অমৃতা সিং সাইফকে আমার সিনেমার শুটিংয়ে আসতে বাঁধা দিয়েছেন।

অমৃতা সিং সম্পর্কে দীপক বলেন ,  অমৃতা একজন ভালো মনের মানুষ এবং একজন চমৎকার নারী।একজন অভিনেতা হিসেবে তিনি যতটুকু সম্ভব সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন। তার প্রথম সিনেমা বেতাব মুক্তি পাওয়ার পর আমি সেই সিনেমা একশবার দেখেছি।

মহেশে ভাটের আশিকী সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেতা দীপক তিজোরির। আশিকী সিনেমাতে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। ২০১৬ সালে রণদীপ হুদা অভিনীত ‘দো লাফজন কি কাহানি’ সিনেমাটি তিনি পরিচালনা করেছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024