শিবলী আহম্মেদ সুজন
গতকাল সংবাদ মাধ্যমে বনানীর চেয়ারম্যান বাড়িতে এফ ব্লকের ০৪ নাম্বার রোডে নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনাটি দেখতে পাই।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনা স্থলে যাওয়ার উদ্দেশ্য রওনা হই । সন্ধ্যা ৭ টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়িতে গিয়ে পৌঁছিয়ে একজন লোককে যখন জিজ্ঞেস করি এফ ব্লকের ০৪ নাম্বার রোডের নির্মাণাধীন ভবনটি কোনদিকে ।
তখন সে লোকটি আমাকে বললো নির্মাণাধীন যে ভবনটিতে আগুন লেগেছিলো সে ভবনটি এফ ব্লকের ০৪ নং রোডে নয় বরং এফ ব্লকের ০৫ নাম্বার রোডের ১৯ নাম্বার বাড়ির পাশে অবস্থিত ।
আমি তখন বুঝতে পারলাম সংবাদ মাধ্যেমে এফ ব্লকের ০৪ নাম্বার রোডে দেওয়া তথ্যটি ভুল ছিলো ।
সঠিক তথ্য নিয়ে আমি নির্মাণাধীন ভবনের সামনে যাই। গিয়ে গেইট এর ভিতরে থাকা একজন লোককে ডাকাডাকি করলে সে ওই গেইট এর কাছে থেকে সরে যায় ।
নির্মাণাধীন ভবনে অগ্নিকান্ড হয়েছিলো তার পাশে ১৯ নাম্বার বাড়ির কেয়ার টেকার হাফিজ কে জিজ্ঞেস করা হয়েছিলো কিভাবে আগুনের সুত্রপাত ঘটে ।
সিগারেট এর আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে এমনটি তার ধারণা।
সেখানে নির্মাণাধীন ভবনের রাস্তার চায়ের দোকানদার ওবায়দুলকে আগুনের সূত্রপাত কিভাবে হলো জিজ্ঞেস করলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেন নি ।
তবে নির্মাণাধীন ভবনে আগুন লাগায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি ।
Leave a Reply