সারাক্ষণ ডেস্ক
লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগের ম্যাচেও ড্র বার্সার। গতকাল রাতে মায়োর্কার বিপক্ষেও কোন গোল করতে পারছিলো না বার্সা।
আক্রমণে এগিয়ে থেকেও গোল পাচ্ছিল না বার্সা। পেনাল্টিও মিস করেছেন মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ান।
৭৩ মিনিটের মাথায় চমক দেখান লামিনে ইয়ামালের।
চোখধাঁধানো এক গোলে ব্যাবধান দাঁড়া ১-০ পরিশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয় দিয়ে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের প্রস্তুতিও সেরে নিল বার্সা।
Leave a Reply