রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চালক ছাড়া ট্রেনের মতো মনে হয়: রিজভী

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১০.৫৪ এএম
রেজাই রাব্বী
আজ ২৩ মে, অভিনেতা গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভীর জন্মদিন। সাম্প্রতিক সময়ের  কাজগুলো প্রসঙ্গে ও মিডিয়ার ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন সারাক্ষণ’র বিনোদন বিভাগের সঙ্গে।
আপনার জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।
আমার কাছে জন্মদিন মানে হলো জীবন থেকে আরো একটি বছর হারিয়ে যাওয়া। ফলে হিসেব করলে দেখা যাবে, অনেক অপূর্ণ কাজই এখনো বাকি রয়েছে। যদিও সময় ফুরিয়ে যাচ্ছে। আর আমার জন্মদিনের পরিকল্পনা তো সেভাবে কখনোই করা হয় না। তবুও পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধবগণ শুভেচ্ছা জানান, কেউ কেউ কেক ও ফুল নিয়ে এসে উইশ করেন। এর বাইরে মূলত পরিবারকেই সময় দেয়া হয়।
আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মেঘের কপাট’ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। সে ব্যাপারে আপনার অনুভূতি কি?
ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘মেঘের কপাট’ আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। ইতিমধ্যে এটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ও পুরস্কৃত হয়েছে। এরমধ্যে গত মাসে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘মেঘের কপাট’ প্রদর্শিত হয় ও পুরস্কৃত হয়। এর আগে গত বছরের ১ ডিসেম্বর ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ অংশ নিয়ে ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ জিতে নেয় ‘মেঘের কপাট’। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ এ ‘মেঘের কপাট’ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। সুতরাং, সব মিলিয়ে আমার অভিনীত প্রথম চলচ্চিত্রটির ফিডব্যাক ভালো দেখে নিজের কাছেও বেশ আনন্দ লাগছে।
আগামীতে কি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন?
আগামীতেও আরেকটি চলচ্চিত্রে কাজ করছি। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। সাইনইন হলে সবাইকে আনুষ্ঠানিক ভাবে জানাবো। আশা করছি আগামী ঈদের পরই শুটিং এ চলে যেতে পারবো।
কেবল কি চলচ্চিত্রেই অভিনয় করছেন? নাকি নাটকেও সময় দিচ্ছেন?
তুলনামূলক ভাবে নাটকে এখন সময় কম দেয়া হচ্ছে। এর কারণ হলো বর্তমানে যে সব ভাইরাল বা ভিউ প্রধান নাটক নির্মাণ হচ্ছে সেগুলোর গল্প ও কাহিনী এতোটাই খাপছাড়া যে সেগুলোতে অভিনয় করতেই মন সায় দেয় না। উপরন্ত এসব নাটকের অধিকাংশই ইউটিউবের জন্য নির্মিত হয়। ফলে বর্তমানে নাটকের মান নিয়ে কাহিনীকার বা নির্মাতা কেউই ভাবেন না। একারণে পছন্দের অমিল হওয়ায় নাটকে এখন অনিয়মিতই বলা যায়। তারপরও বর্তমানে আরটিভিতে প্রচারিত ‘ট্রাফিক সিগন্যাল’ ধারাবাহিক নাটকে কমিশনারের চরিত্রে অভিনয় করেছি। সেখানে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন ফারুক আহমেদ ভাই, সিদ্দিকুর রহমান ভাই সহ আরো অনেকে।
আমাদের দেশের চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আপনার ভাবনাটি জানতে চাই।
আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আমার কাছে চালক ছাড়া ট্রেনের মতো মনে হয়। চলছে ঠিকই, কিন্তু কোথায় যাচ্ছে, কোন স্টেশনে থামতে হবে সেটিই জানে না। অর্থাৎ, নির্মাতারা চলচ্চিত্র বানিয়ে ঠিকই যাচ্ছেন, কিন্তু দর্শক আসলে কি চায়, সেটির দিকেই তাদের খেয়াল থাকে কম। ফলে আমাদেরকে প্রায়শই শুনতে হয় দর্শক ছবি দেখছেন না, হল থেকে দর্শকহীনতায় ছবি নামিয়ে দেয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এজন্য নির্মাতাদেরকে আসলে দর্শকদের চাওয়া পাওয়াকে আগে বুঝতে হবে। কারণ যেহেতু চলচ্চিত্র দর্শক টিকেট কেটে দেখেন, তাই তার অবশ্যই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে, কোন ছবি তিনি দেখবেন, আর কোনটি দেখবেন না।
সাংগঠনিক ভাবে আমরা জানি আপনি টেলিভিশন নাট্যকার সংঘের সঙ্গে যুক্ত রয়েছেন। সে সম্পর্কে কিছু বলুন।
টেলিভিশন নাট্যকারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে টেলিভিশন নাট্যকার সংঘ। এই সংঘের বিগত চার কমিটিতে গত ৮ বছর ধরে আমি নানা পদে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে ব্যক্তিগত কারণে চলতি মাসে গঠিত নতুন কমিটিতে আমি কোন পদ হোল্ড না করলেও সংগঠনের নানামুখী কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।
আপনার সাম্প্রতিক লেখালেখি সম্পর্কে বলুন।
সাম্প্রতিক বছরগুলোতেই মূলত লেখালেখির উপরই বেশি জোর দিয়েছি। আগামী বইমেলাতে প্রকাশের জন্য একটি প্রবন্ধের বই লিখছি। এর পাশাপাশি নাটক ও গান লেখার কাজও চলছে। শীঘ্রই আমার লেখা ‘বর্ষা বিহনে’ শিরোনামের একটি নাটক একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে। আর বেশ কিছু গানের কাজ তৈরি হয়ে আছে। আসন্ন ঈদে প্রকাশ হবার সম্ভাবনা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024