নিজস্ব প্রতিবেদক
উতপত্তির শুরু থেকেই ব্র্যাকের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমালের গতি-প্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সকল সরকারি ও বেসরকারি সংস্থা এবং সহযোগি সংস্থাগুলোর সাথে সম্বয় রেখে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে ব্র্যাক। মাঠ পর্যায়ে ব্র্যাকের ১৪ হাজারেরও বেশি কর্মী ঘূর্ণিঝড় মোকাবিলায় কাজ করছে।
ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় ব্র্যাকের উদ্যোগঃ ব্র্যাকের জরুরি অপারেশন সেন্টার (EOC) সক্রিয় করা হয়েছে। সকল উপকূলীয় জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দল সহ সকল মাঠ কর্মীদের ছুটি বাতিল করে জরুরি পরিস্থিতিতে কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় অঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আশ্রয় প্রদানের জন্য ব্র্যাকের স্থানীয় কার্যালয়গুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপদ পানি সরবরাহের জন্য বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরায় ব্র্যাকের ভ্রাম্যমাণ পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রস্তুত রাখা হয়েছে। ব্র্যাকের স্বেচ্ছাসেবক, গ্রাম সংগঠন, স্বাস্থ্য সেবিকা এবং স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে ঘরে ঘরে গিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করছে এবং বিপদাপন্ন পরিবারদেরকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করছে।
Leave a Reply