নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল।
আজ চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত নো অর্ডার দেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. মুস্তাফিজুর রহমান খান ও সিনিয়র আইনজীবী এম. সাইদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মঈনুল হাসান। এর আগে, ২১ মে ভিকারুননিসার প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন হাইকোর্ট।
একইসঙ্গে ১৫ দিনের মধ্যে শূন্য হওয়া আসনে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৬৯ জনকে ভর্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ক্ষেত্রে ভর্তি বাতিল হওয়াদের অনলাইন সিস্টেমে আবেদন ও ভর্তির ক্ষেত্রে কোন অনিয়ম ছিল কি না, তা তদন্তের নির্দেশ দিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া , ১৬৯ জনকে ভর্তি করার ক্ষেত্রে কোন অনিয়ম হয়ে থাকলে একজন অতিরিক্ত সচিবের নিচে নয় এমন পদমর্যাদার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, বুয়েটের এ বিষয়ের একজন কারিগরি বিশেষজ্ঞ এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একজন প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটিকে অনিয়ম দুর্নীতি তদন্ত করতে বলা হয়েছে। ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত প্রশ্নে জারি করা রুল যথাযথ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায়দেন। রায়ে আদালত বলেছেন, ১৬৯ শিক্ষার্থী নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে , তার জন্য অভিভাবকেরা এর দায় এড়াতে পারে না।
Leave a Reply