সারাক্ষণ ডেস্ক
বলিউড অভিনেতা রণবীর সিং। যিনি সবসময়ই ফুরফুরা মেজাজে থাকেন।প্রতিটি পদক্ষেপে রণবীর সিং নিজেকে বারবার প্রমান করে গেছেন। গুঞ্জন উঠেছিল হনুমান সিনেমার পরিচালক প্রশান্ত ভর্মার সাথে মত পার্থক্য থাকার কারণে ‘রাক্ষস’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক প্রশান্ত ভর্মার সিনেমার ৩ দিনের শুটিং করার পরে কোন কারণ ছাড়াই অভিনেতা হঠাৎ সিনেমার শুটিং বাদ দিয়েছেন। অনেক জল্পনা-কল্পনার মধ্যদিয়ে জানা গেছে সব গুঞ্জন মিথ্যে । প্রশান্তের আসন্ন সিনেমা ‘রাক্ষসে’ কাজ করবেন অভিনেতা রণবীর সিং। সিনেমার নির্মাতা ও অভিনেতা উভয়ই এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনেতা রণবীর সিং বলেন, প্রশান্ত অনেক মেধাবী ও প্রতিভাবান।আমরা একসাথে একটি সিনেমা করতে যাচ্ছি।আশাকরি ভবিষ্যতে আমরা আরও বেশ কিছু প্রকল্পতে একসাথে কাজ করব।
পিঙ্কভিলার মতে, ‘রাক্ষস’ একটি পিরিয়ড সিনেমা হবে বলে জানা গেছে। প্রাক স্বাধীনতার গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে এই সিনেমাটি। ‘রাক্ষস’ সিনেমাটিতে আরও থাকবে মাইথোলজিক্যাল গল্পের ছোঁয়া।
অভিনেতা রণবীর সিং’কে রোহিত শেঠির কপ ইউনিভার্সের সিংগাম এগেনে আবারও দেখা যাবে। সিংগাম এগেনে আরও অভিনয় করছেন,অজয় দেবগ, অক্ষয় কুমার, কারিনা কাপুর,দীপিকা পাড়ুকোন এবং টাইগার শ্রফ । রণবীরকে ফারহান আখতারের ডন-৩ তেও অভিনয় করতে দেখা যাবে। ডন-৩ এর শুটিং এখনও শুরু হয়নি। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।
Leave a Reply