সারাক্ষণ ডেস্ক
রোমান্টিক স্পোর্টস ড্রামা ‘মিস্টার অ্যান্ড মিসেস’ সিনেমাটি মুক্তির তৃতীয়দিনে পুরো ভারতে ৬ কোটি রুপির কাছাকাছি আয় করেছে।
‘মিস্টার অ্যান্ড মিসেস’ মাহি সিনেমাটিতে অভিনেতা রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ধর্ম প্রোডাকশনের ব্যানারে তৈরি করা হয়েছে। পরিচালক শরণের সাথে রাজকুমার ও জাহ্নবীর এটি দ্বিতীয় সিনেমা। এর আগে রাজকুমার এবং জাহ্নবী পরিচালক শরণের রুহি সিনেমাটিতে একসাথে কাজ করেছিল।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তির প্রথমদিনে আয় করেছে ৬.৭৫ কোটি রুপি,দ্বিতীয়দিনে আয় করেছে ৪.৬ কোটি রুপি এবং তৃতীয়দিনে আয় করেছে ৫.৫০ কোটি রুপি। পুরো ভারতে সিনেমাটি মোট আয় করেছে ১৬.৮৫ কোটি রুপি।
সম্প্রতি জাহ্নবী কাপুর একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে তার মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কথা স্বরণ করে বলেন,’মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটিতে মাহিমা চরিত্রটির সাথে আমার মায়ের হাস্যজ্জ্বল ও প্রানবন্ত চরিত্রের সাথে অনেকটাই মিল খুঁজে পেয়েছি।
অভিনেত্রী আরও বলেছেন,আমি এখন পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছি সেগুলোর মধ্য এখন পর্যন্ত আমি মনের মত চরিত্রটি করার সুযোগ পাইনি। সবগুলো চরিত্রতেই আমাকে দয়ালু কিংবা নিস্পাপ দেখানো হয়েছে। কিন্তু এবার গল্পে আমার চরিত্রটিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা শুরু থেকেই সিন্ধান্ত নিয়েছিলাম মাহিমার চরিত্রটি একটু মজার ও শক্তিশালী হবে।
সিনেমাতে নিজের চরিত্র সম্পর্কে জাহ্নবী বলেছেন,আমার চরিত্রটির নাম মাহিমা।ছোট করে বলতে গেলে মাহি। যে তার স্বামীকে খুব ভালোবাসে এবং সে খুব শান্ত একটি মেয়ে। সে মনে করে নিজের মত করে জীবনযাপন করে।অথচ বাস্তবে সে অন্যেরা যা বলে সে তাই করে।সেটা তার বাবা হোক কিংবা স্বামী।এটাই সিনেমাতে আমার চরিত্রের যাত্রা।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, রাজেশ শর্মা, কুমুদ মিশ্র এবং জরিনা ওয়াহাব।সিনেমাটি ৩১ মে পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
Leave a Reply