সারাক্ষণ প্রতিবেদক
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শাল্লা’র রবীন্দ্র কুমার দাস ও রেখা দাসের সন্তান স্বপ্নীল রাজীব। সিলেটের প্রখ্যাত ওস্তাদ রামকানাই দাসের কাছে ছোটবেলা থেকে গানে তালিম নিয়েছিলেন রাজীব। এরপর ঢাকায় চলে এসে সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় থেকে আই-মিউজিক সম্পন্ন করেন। এরপর ‘ইউনিভার্সিটি অব ডেভলেপম্যান্ট অলটারনেটিভ’ থেকে সঙ্গীতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। গেলো দশ বছর যাবত তিনি ঢাকার সেনানিবাস-এ অবস্থিত ‘প্রয়াস’ স্পেশাল চাইল্ডদের ‘মিউজিক থেরাপিস্ট’ হিসেবে কাজ করছেন।
২০১২ সালে রাজীবের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নীল রাজীব’ প্রকাশিত হয়। এতে গান লিখেছিলেন লুৎফর হাসান, শান সায়েক, নবাব আমিন, হাসনাত মোহসীন। গানের সুর করেছিলেন অলোক বাপ্পা ও শান সায়েক। প্রথম অ্যালবামেই শ্রোতা দর্শকের কাছ থেকে বেশ সাড়া পান রাজীব। আজ বাংলাদেশ টেলিভিশনে রাত দশটার ইংরেজি খবরের পর প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘সুর সাগর’। এই অনুষ্ঠানেই সঙ্গতি পরিবেশন করবেন স্বপ্নীল রাজীব।
রাজীব বলেন, ‘ আমার প্রকাশিত নিজের গান’সহ বাংলাদেশের পুরোনো দিনের গানও গাইবো আজ। সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইলো। আর আমি যতোদিন বাঁচবো ততোদিন গানই গাইবো। ভালো কিছু গান করে যেতে চাই। গানে গানেই শ্রোতা দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে যেতে চাই। আমার জন্য প্রার্থনা করবেন সবাই যেন গানকে আঁকড়ে ধরে রাখতে পারি আজীবন।’
স্বপ্নীল রাজীব জানান, তার প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিলো ‘স্বপ্নের রাজপথে’। গানটি লিখেছেন মারুফ হাসান, সুর করেছেন রাজীব নিজেই। সঙ্গীতায়োজন করেছিলেন বিনোদ রায়। এদিকে শিগগিরই নতুন দুটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে রাজীবের। একটি গানের সুর সঙ্গীত করেছেন কিশোর দাস (গানের কথা এখনো লেখা হয়নি), আরেকটি গানের কথা ও সুর শাহরিদ বেলালের।
Leave a Reply