শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি পাস

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১২.৩১ পিএম

শিশু সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এক

বিবিসি

 ইসরায়েল-গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। প্রস্তাবে শর্ত হিসেবে রাখা হয়েছে “পরিপূর্ণ যুদ্ধবিরতি”, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেয়া এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪ টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়া ভোটদানে বিরত ছিল।ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মত আছে বলে রেজল্যুশনে উল্লেখ করা হয়। হামাসকেও রাজি হতে তাগিদ দেয়া হয়েছে এতে।

 

রয়টার্স

গাজা যুদ্ধ: শান্তিপ্রস্তাব নিয়ে মধ্যপ্রাচ্যে ব্লিংকেন

মার্কিনপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার হামাসকে গাজা যুদ্ধ শেষ করতে জাতিসংঘ শান্তিরক্ষা পরিষদ সমর্থিত ওয়াশিংটনের যুদ্ধবিরতি প্রস্তাবটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ।

মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলমা। ছবি: বিবিসি

মালাউয়ির   ভাইস প্রেসিডেন্টেরবাহী বিমানটি অনুসন্ধানের অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ আফ্রিকার দেশটির রাষ্ট্রপতি সোমবার রাতে বলেছেন, মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লাউস চিলিমাকে বহনকারী নিখোঁজ বিমানটি না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে।

চিলিমা (৫১) রাজধানী লিলোঙ্গোয়ে থেকে সকাল ৯টা ১৭ মিনিটে (০৭১৭ GMT) একটি সামরিক বিমানে অন্য নয়জনের সাথে যাত্রা করেছিলেন বলে মালাউইয়ের রাষ্ট্রপতি ও কেবিনেট অফিস পূর্বে এক বিবৃতিতে জানিয়েছিল।

 

 

সিজিটিএন

চাইনিজ পার্কে ছুরিকাঘাত: জিলিন হামলায় ৪ মার্কিন কলেজ প্রশিক্ষক আহত

সবশেষ খবরে জানা গেছে,  আইওয়াতে হামলার শিকার ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে আহত অবস্থা থেকে  সেরে উঠছেন । মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সোমবার উত্তর-পূর্ব চায়নার জিলিন প্রদেশের একটি পার্কে মার্কিন আইওয়া কলেজের চারজন প্রশিক্ষকের উপর এ হামলার ঘটনা ঘটে।

কর্নেল কলেজের সভাপতি জোনাথন ব্র্যান্ড নিশ্চিত করেছেন যে প্রদেশটির জিলিন শহরের একটি পার্কে প্রশিক্ষকদের ছুরিকাঘাত করা হয়।

ফক্স নিউজ

পাকিস্তানে প্রথম গে ক্লাব প্রতিষ্ঠার চেষ্টার জন্যে মানসিক হাসপাতালে পাঠানো হলো এক ব্যক্তিকে

এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানে প্রথম গে ক্লাব প্রতিষ্ঠা করার চেষ্টার দায়ে এক পাকিস্তানি নাগরিককে সম্প্রতি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের খবরে প্রকাশ, ঐ ব্যক্তি সম্পর্কে জানা গেছে যে, তিনি ঘটনার কিছুক্ষণ আগে রবিবার টেলিগ্রাফে সাক্ষাৎকার দিয়েছিলেন। লোকটি জানান, সে অ্যাবোটাবাদের ডেপুটি কমিশনারের কাছে একটি সমকামী ক্লাব প্রতিষ্ঠার জন্য আবেদন করেছিলেন, যেটিকে তিনি অস্থায়ীভাবে লরেঞ্জো গে ক্লাব বলে অভিহিত।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024