রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

জাঁকজমক উদ্ভোধনে অলিম্পিকের পর্দা উঠলো

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২.৩৪ পিএম

রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার অলিম্পিকের গেমসের উদ্ভোধন করেন।প্যারিসের সেইন নদীর তীরে সারাবিশ্ব থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল একটি অনন্য উচ্চতায় আরোকিত। নৃত্যশিল্পিদের নাচ আর লেডি গাগার ফ্রেন্স ক্যাবারেট গানের  মোহনীয় পরিবেশে প্যারিস হয়ে উঠেছিল এক স্বপ্নপুরী।

 

ফ্রান্সের তিনবারের স্বর্নজয়ী মেরী জোসে পেরেস এবং টেডি রাইনার অলিম্পিক মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করলেন। এ বছরের প্রথম পাবলিক পারফরমেন্সে কানাডার সেলিন ডিয়ন গাইলেন এডিথ পিয়াফ এর “হাইম টু লভ”।

নাসা বলেছে তারা মঙ্গলগ্রহে কোনো জীবনের অস্তিত্ব পায়নি

জাপান টাইমস

নাসা’র পারসিভিয়ারেন্স রোভারের সাথে কাজ করা বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন কোনো দাবী করছেন না যে মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন।

This handout image obtained on July 26, 2024

কিন্তু অনেকেই একটি পাথর সম্পর্কে খুব বেশী আশান্বিত যে, মঙ্গলে পাওয়া একটি সম্ভাব্য জীবাষ্ম পাথরে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। রোভার একটি পাথরকে ড্রিল করেছে এবং বিজ্ঞানীরা সেটিকে আগামীতে পৃথিবীতে এনে তার উপর আরো সূক্ষ পরীক্ষা নিরীক্ষা চালাবেন বলে জানিয়েছেন।

গাজার খান ইউনিসে শতশত মানুষ আটকা পড়েছে

আল জাজিরা

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, যুদ্ধের তীব্রতা বাড়ায় শতশত ফিলিস্তিনি পূর্ব খান ইউনিসে আটকা পড়েছে  কিন্তু  ইসরাইলি সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারনে উদ্ধারকারীদলগুলো সেখানে পৌঁছাতে পারছেনা।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান রিপোর্ট বলছে, ক্ষুধা এবং রোগের প্রাদুর্ভাবের মধ্যে প্রতিদিন মানবিক সাহায্যের জন্যে এগিয়ে আসা ত্রাণবোঝাই ট্রাকগুলো গাজা উপত্যকায় প্রবেশ করতে পারছেনা। গত এপ্রিল মাস থেকেই এই সাহায্যকারী কার্গোগুলো অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ নিয়ে পৌঁছাতে না পারায় সেখানে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024