সারাক্ষণ ডেস্ক
হোমিওপ্যাথি কাউন্সিল গঠনের আগেই চেয়ারম্যান নিয়োগের বিভ্রান্তিমুলক সংবাদ প্রচারের নিন্দা এবং উদ্বেগ জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডঃ মোহাম্মদ ফজলুল হক এবং সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ভুঁইয়া।
এক বিবৃতিতে তারা বলেন, কাউন্সিল গঠন প্রক্রিয়া চলমান। অথচ অপপ্রচারণা চলছে হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে সরকার চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে বিভিন্ন ভুঁইফোড় সংগঠনের পক্ষ থেকে। বিবৃতিতে তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকায় গত ১৫ মার্চ ২০২৪ “হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ডাঃ দিলীপ রায়” শীর্ষক সংবাদটি অসত্য এবং উদ্দেশ্যমুলক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১২ মার্চ ২০২৪ এক আদেশে রুটিন কার্যক্রম সাময়িক ভাবে পরিচালনার জন্য হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়কে শর্তসাপেক্ষে দায়িত্ব দিয়েছে।
দাপ্তরিক, আর্থিক, প্রশাসনিকসহ সকল কাজে সরকারের পূর্বানুমোদন গ্রহন করতে হবে। চিকিৎসকদ্বয় বলেন, সরকারের আদেশের অপব্যাখ্যা দিয়ে অসত্য সংবাদ প্রচার সৎ সাংবাদিকতার আদর্শ পরিপন্থী। তারা বলেন, দিলীপ কুমার রায়, গত ১৫ বছরে একাধারে পাচঁবার হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নানা বিতর্ক দেখা দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান ডাঃ দিলীপ রায়ের দুর্নীতির অনুসন্ধানী রিপোর্ট গত ২৫ ফেব্রুয়ারী ২০২৪ দৈনিক ইনকিলাব প্রকাশ করেছে। মাই টিভি দু ‘বছর আগে ” ধংশের দুয়ারে হোমিও বোর্ড” শীর্ষক তথ্যানুসন্ধানী রিপোর্ট সম্প্রচার করেছে। এতে হোমিওপ্যাথি বোর্ড তথা সরকারের ভাব মর্যাদা ক্ষুন্ন হয়েছে। অবিলম্বে সুযোগ্য নেতৃত্বে কাউন্সিল গঠনের জোর দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply