মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি: সজীব ওয়াজেদ

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১.০১ এএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি: সজীব ওয়াজেদ”

শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন। তিনি শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ছিলেন।

ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ আরও বলেন, ‘আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে। তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

জয় আরও বলেন, কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয়। তিনি বলেন, তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে।

সজীব ওয়াজেদ আরও বলেন, ‘আমি নিশ্চিত, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয়, আমরা বিরোধী দল হব। দুটির যে কোনোটিই ভালো।’

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “নেই চাঁদাবাজি, কমছে নিত্যপণ্যের দাম”

স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম আরো কমেছে। দাম কমার এ তালিকায় রয়েছে ডিম, ব্রয়লার মুরগি ও গরুর মাংসও। তবে চালের দাম কমেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, পণ্য পরিবহনে গত কয়েক দিন ধরে তাদের কোনো চাঁদা দিতে হচ্ছে না। এমনকি বাজারে আগে বিভিন্ন সংগঠনকে চাঁদা দিতে হতো, এখন সেসবেরও উৎপাত নেই। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের সময় পণ্যের সরবরাহে ব্যাঘাত ঘটলেও এখন তা নেই। এসব কারণে পণ্যের দাম কমছে। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। তারা বাজারে পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়েছে কিনা, ব্যবসায়ীরা যৌক্তিক দামে পণ্য বিক্রি করছে কিনা এসব দেখার পাশাপাশি ট্রেড লাইসেন্স ও দোকানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি তদারকি করছেন। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ কাজকে বিক্রেতাদের পাশাপাশি বাজার করতে আসা ক্রেতারাও বেশ প্রশংসা করছেন। শিক্ষার্থীদের এই সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে আমাদের। বাজারে সিন্ডিকেট ভাঙার সময় এখনই।

 

বণিক বার্তার একটি শিরোনাম “লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের আগেও পরে দেশের বিভিন্ন স্থানের থানা ও কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। সেসব অস্ত্র ও গোলাবারুদ সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (৯ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

 

মানবজমিনের একটি শিরোনাম “অন্তর্বর্তী সরকার নিয়ে জাতিসংঘ যা বলল”

বাংলাদেশে সহিংসতা বন্ধে এবং আরও সংযত হওয়ার যেকোনো বিষয়কে স্বাগত জানায় জাতিসংঘ। একই সঙ্গে সরকার গঠনে সবার অংশগ্রহণমূলক প্রক্রিয়াকেও স্বাগত জানায় তারা। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো ব্রিফিংয়ে একথা বলেছেন।  তার কাছে একজন সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা শাসকগোষ্ঠীর পতনের পর শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি? জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কিছু নেই আমার কাছে। আমরা স্বাগত জানাই যেটাকে মনে হচ্ছে অংশগ্রহণমূলক একটি প্রক্রিয়া, যা সরকার গঠনের জন্য নেয়া হয়েছে। অবশ্যই আমরা আশা করি তা অব্যাহত থাকবে। এ ছাড়া সহিংসতা কমিয়ে আনা এবং আরও সংযত থাকার বিষয়ে আমরা স্বাগত জানাই।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024