মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১.৪৩ পিএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন”

ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এ অভিযোগ করেছেন। বার্তাটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক সংকটে ভারত”

ছাত্র-জনতার গণঅভুত্থানের মুখে শেখ হাসিনার পতনে প্রতিবেশী ভারতে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবিলা করতে এবং ইসলামঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি।

 

বণিক বার্তার একটি শিরোনাম “শপথ নিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা”

শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আজ রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে শপথ নিয়েছে তারা। একই সময়ে শপথ নিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

 

 

মানবজমিনের একটি শিরোনাম “ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ”

ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় মতিঝিলের দিলকুশায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের চার কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ চার কর্মকর্তা হলেন-ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক
অস্ত্রসহ লোক নিয়ে জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এতে ৪ কর্মকর্তা আহত হন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024