সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

রাশিয়ায় আকাশমুখী ৫ কিলোমিটার আগ্নেয়গিরির লাভা

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ২.২৪ পিএম

রাশিয়ায় আকাশমুখী ৫ কিলোমিটার আগ্নেয়গিরির লাভা

এপি জানাচ্ছে,  রাশিয়ার কামকাতকা পেনিনসুলায় আকাশ মুখী ৫ কিলোমিটার উচ্চতার আগ্নেয়গিরির লাভা বের হয়েছে। যে কারণে এয়ারক্রাফ্টগুলোকেও সর্তক সংকেত দেয়া হয়েছে।

ওই পেনিনসুলার পূর্ব উপকূলে রবিবার ৭.০ ম্যাগনিট্যুট মাত্রার ভূমিকম্প হবার পর পরই এই আগ্ননেয়গিরির অগ্ন্যুপাত ঘটে। এবং বিজ্ঞানীরা মনে করছেন ওই ভূমিকম্পের পরবর্তী ভূমিকম্প আরো ভয়াবহ হবে। এবং তখন আগ্নেয়গিরি লাভা আরো বেশি ও তীব্র গতিতে বের হয়ে আসতে পারে।

জাপান সরকার এমপক্সকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে  

জাপানটাইমস জানাচ্ছে, গত শুক্রবার জাপানের সরকার আফ্রিকার এমপক্স নিয়ে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান যে জরুরী অবস্থা জারি করেছে তাকে তারা আরো বেশি গুরুত্বের সঙ্গে দেখছে।  এবং তারা এ সম্পর্কিত ডাটা কালেকশান  ও রোগিদের চিকিত্‌সার মেডথকে আরো উন্নত করার পদ্ধতি গ্রহন করেছে।

এবং জাপানে ভ্রমনকারী ও বসবাসকারীদের বিষয়ে তারা আরো বেশি সর্তকবার্তা জারি করবে।

কোলকাতার ধর্ষিতা ও নিহত ডাক্তারের মা মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল তুললেন

হিন্দুস্তানটাইমস কোলকাতা জানাচ্ছে, গত ৯ আগষ্ট কোলকাতার আর জে কর হাসপাতালে যে শিক্ষানবীশ মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে নিহত হন, আর তা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটাকে ভিন্ন দিকে নিয়ে যাবার অপচেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী। এমনটি অভিযোগ করেছেন ওই নিহত ডাক্তারের মা। তিনি বলছেন, পুলিশকে যথাব্যবস্থা নিতে তিনি বাধা দিচ্ছেন এবং মানুষের আন্দোলনকে দমন করার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024