সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

এইচএসসির স্থগিত পরীক্ষা আন্দোলনের মুখে বাতিল

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯.১২ এএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “প্রশাসনে স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে”

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জনপ্রশাসনে এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি। বিগত সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা সচিবালয়ে আসছেন না। একজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে সচিব পদে থাকা ১১ জন কর্মকর্তার।

অন্যদিকে বিগত সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা বিক্ষোভে নেমেছেন। পরিস্থিতি সামাল দিতে পদোন্নতি দেওয়াও শুরু হয়েছে। গত দুই সপ্তাহে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পদ পর্যন্ত মোট ৩৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনেও একধরনের অস্থিরতা চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে আতঙ্ক কাজ করছে। এর ফলে মাঠ প্রশাসনের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের আন্দোলনের মুখে তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন ঝিনাইদহের ডিসি এস এম রফিকুল ইসলাম। গত রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ডিসির দুর্নীতি, দলীয়করণ, ঘুষ-বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে তাঁর কার্যালয় ঘেরাও করেন। এরপর ডিসি ছুটিতে যেতে বাধ্য হন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের আস্থাভাজন সব ডিসিকে প্রত্যাহার করা হবে। তাঁদের পরিবর্তে নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

সচিবালয় ও মাঠপ্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাবেক দুজন জ্যেষ্ঠ আমলার মূল্যায়ন হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে জনপ্রশাসনকে দলীয়করণ করেছে, তা এর আগে কখনো দেখা যায়নি। এই অনিয়মের ফল হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে প্রশাসনের সব স্তরে একধরনের অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩”

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান এবং সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।

 

 

বণিক বার্তার একটি শিরোনাম “এইচএসসির স্থগিত পরীক্ষা আন্দোলনের মুখে বাতিল”

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ২০২৪ সালের এইচএসসি ও সমমানে স্থগিত বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। শিক্ষাসংশ্লিষ্টদের শঙ্কা, এ ধরনের সিদ্ধান্তের জেরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে বিরূপ প্রভাব পড়তে পারে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই প্রথম দফায় বোর্ডগুলোকে পরীক্ষা স্থগিতের নির্দেশনা দেয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর কয়েক দফা ঘোষণার মাধ্যমে পরবর্তী সব পরীক্ষা স্থগিত করা হয়। ১৫ আগস্ট এসব পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ওই সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেয়ার কথা ছিল। তবে রুটিন প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের একাংশ প্রতিবাদ শুরু করে। শিক্ষার্থীদের বক্তব্য ছিল, আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে এবং অনেকে মানসিকভাবে এর ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে সহপাঠীদের রেখে তারা বাকি পরীক্ষা দিতে চায় না এবং বিকল্প পদ্ধতিতে ফলাফল চায়।

পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল সচিবালয়ে প্রবেশ করে আন্দোলন শুরু করে। পরে শিক্ষার্থীদের দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আলোচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হয়। এর আগে সর্বশেষ ২০২০ সালে কভিডের প্রাদুর্ভাবের কারণে এইচএসসি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। ওই সময় সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও জেডিসির ফলাফলের ওপর নির্ভর করে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছিল। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবারের মূল্যায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

 

 

মানবজমিনের একটি শিরোনাম “বাংলাদেশের জনগণের কল্যাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ”

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এক চিঠিতে তার সরকারের প্রচেষ্টায় সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ১৬ই আগস্ট এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব গণতন্ত্রের দিক উন্মোচনে ড. ইউনূসকে সমর্থনের কথা জানিয়েছেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের জনগণের সুবিধার জন্য আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে যেকোনো অনুরোধ পেলে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। গুতেরাঁ বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। তিনি আরও বলেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড. ইউনূসকে উদ্দেশ্য করে মহাসচিব বলেন, আমি আশাবাদী যে, আপনার (ইউনূসের) সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মাধ্যমে যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাকস্বাধীনতার পথ প্রশস্ত হবে। দেশের সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব।
ড. ইউনূসকে পাঠানো চিঠিতে গুতেরাঁ রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মহাসচিব বলেছেন,  রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে আমি আপনাকে (ইউনূসকে) জোরালো আহ্বান জানাচ্ছি। রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে গুতেরাঁ ড. ইউনূসকে এই আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024