সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

বন্যায় অসহায় মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়েছেন

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৬.৩৩ পিএম

সারাক্ষণ ডেস্ক

সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য-এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে তাদের সেবার হাত বাড়িয়েছেন।বন্যা দুর্গত মানুষের দুর্দশা লাঘবে কেন্দ্রীয় বাফওয়ার সভানেত্রী সালেহা খান আজ সকাল ১১০০ ঘটিকায় উপস্থিত থেকে বাফওয়ার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এর কাছে হস্তান্তর করেন।
বাফওয়া সভানেত্রী কতৃক হস্তান্তরিত ভিন্ন প্রকার শুকনা খাদ্য দ্রব্য, ঔষধ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।
উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচী বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমের পাশাপাশি অব্যাহত থাকবে। ফেনী অঞ্চলসহ কুমিল্লা, চাঁদপুর ও দেশের অন্যান্য বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। বাফওয়া সভানেত্রী বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অদ্য ত্রাণ বিতরণ/হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বাফওয়া সভানেত্রী দেশের বন্যা ও দুর্যোগ লাঘবে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024