বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পুতিনের নেতৃত্বে এক নয়া সামরিকায়িত রাশিয়ার যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪৯) আমাদের ভবিষ্যত বেছে নেওয়া: জলবায়ু পরিবর্তনের জন্য শিক্ষা কা’বার পথে আল্লাহর মেহমানদের যাত্রা শুরু কোভিডের টিকা প্রত্যাহার করে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা যেসব পরামর্শ দিয়ে বাংলাদেশকে ১.১৫ বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হলো আইএমএফ সমুদ্র পথ থেকে হজ কাফেলা যেভাবে বিমান যাত্রায় বিবর্তন হলো দিবারাত্রির কাব্য: মানিক বন্দোপধ্যায় ( ৬২ তম কিস্তি ) বুড়িমারী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত – ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ ভুল সময়ে চীনকে চ্যালেঞ্জ জানানো ওয়াশিংটনের অভ্যাস

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৬)

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ২.০০ পিএম

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

উদারতাই একজনকে নেতা তৈরি করে

 

 

স্মার্ট লিডারকে উদারতার সব ধরনের গুন চরিত্রের মধ্যে অর্জন করতে হবে।  যদি নিজ চরিত্রে যদি উদারতা  না থাকে তাহলে কখনোই আইন বা কোম্পানির বিধিমালা দিয়ে তা বাস্তবায়ন করা যায় না।

এজন্য স্মার্ট লিডারকে প্রথমেই উদার হতে হয় তার পরিবারে। পরিবারের সকলের মতামত শোনার, সকলের ব্যক্তিত্বকে গুরুত্ব দেবার, এমনকি পরিবারের সব সদস্যই যে সমান গুরুত্বের- সেটাকে মানসিকভাবে গ্রহন করার গুন অর্জন করতে হয়। মনে রাখতে হয়, পরিবারই মানুষের জীবনে প্রথম প্রতিষ্ঠান। যে মানুষ তার নিজের পরিবার নামক প্রতিষ্ঠানটি গড়তে ব্যর্থ হন,  তিনি পরিবারের বাইরে এসে সমাজে, ব্যবসায়ে বা রাষ্ট্র প্রতিষ্ঠানে প্রকৃত সফল হবেন এ আশা করা ভুল।

 

পরিবার থেকে এই উদারতার শিক্ষা নিজ জীবনে নিলে, তিনি তার টিমকে বা দলকেও উদারতার সঙ্গে চালাতে পারবেন।

 

অনেকে নেতা মনে করেন, দল বা টিম কঠোরতা দিয়েই চালানো উচিত। কঠোরতা দিয়ে বাস্তবে বুদ্ধিহীন বা বুদ্ধির বিকাশ বন্ধ করে দিয়ে একটি গোষ্টি বা দলকে পরিচালনা করা যায়। এটা কতকটা লাঠি হাতের মেষ বালকের মত ভেড়ার পাল চালানো।

আধুনিক নেতাকে অবশ্যই পুরাকালে লাঠি হাতের মেষবালক বা রাখালের বাইরেও  কিছু কিছু স্মার্ট মেষ বালক বা রাখালের কাছ থেকে সফট পাওয়ার শিখতে হবে। দেখা যায়, ওই সব মেষ বালক বা রাখাল কিন্তু লাঠি ব্যবহার করতো না। তারা বিভিন্ন ধরনের গান, গলার সুর ও খেলা শেখানোর ভেতর দিয়ে মেঘ বা গরুগুলোকে এতই সচেতন শুধু নয়- দক্ষ করে তুলতো যার ফলে তারা শুধু ভয়ংকর পশু এলে কী করতে হবে তা নয়, তারা প্রতিটি মুহূর্তে তাদের কী করতে হবে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতো।

 

বা্স্তবে তাই সফট পাওয়ার বা উদারতার বয়স অনেক দীর্ঘ। মানুষের সভ্যতার প্রায় সম বয়সী। এ কারণে যখন কোন নেতা উদার হন না তিনি কিন্তু নিজেই আদিম যুগে থাকেন। তখণ তার নেতৃত্বে কোন প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজ বা রাষ্ট্র অবধি কখনই সামনের দিকে যেতে পারে না।

এজন্য এটাই স্মার্ট নেতার ক্ষেত্রে সত্য হিসেবে নিতে হবে, উদারতা, উদারতা এবং উদারতা। তবে মনে রাখতে হবে,  উদারতা মানে ভীরুতা নয়, অজ্ঞতা নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

One response to “স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৬)”

  1. শাহীন কাদির জোয়ারদার says:

    একজন নেতৃত্বের সঠিক গুণাবলী সততা উদারতা এবং অন্যের প্রতি সম্মান দেখানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024