ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া : ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রো সংঘর্ষে সহোদর ভাইবোন নিহত ও বাবা-মা আহত হয়েছে।
তারাকান্দা উপজেলা সদরের দক্ষিন বাজারে রোববার সকাল ৮টায় ময়মনসিংহ গ্রামী বাস ও ঢাকাগ্রামী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্হলে মাইক্রোবাসের যাত্রী দুই ভাইবোন নিহত হয়েছে।আহত হয়েছেন বাবা-মাসহ দুইজন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।নিহতেরা হলেন বোন মাসুরা মুকছেক তানাছ(১৬)ভাই আনাস আহনাক (২)। আহতেরা হলেন বাবা মোজাদ্দেস রহমান ও মা মুনিরা।
হতহতদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার শিমুলচরা গ্রামের তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী এই খবর নিশ্চিত করেছেন। তারাকান্পুদা থানা পুলিশ বাসটিকে আটক করেছে।
পুলিশ জানায়, ভোরে ঢাকাগ্রামী মাইক্রোবাস মনমনসিংহগ্রামী একটি যাত্রীবাসের সাথে সংঘর্ষে হতাহতের এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।।
Leave a Reply