শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য কঠোর নিরাপত্তা

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১২.১০ পিএম

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের পবিত্র ঈদ উল ফিতরের ১৯৭ তম ঈদ জামাতের নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম পিপিএম বার।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠে আয়োজিত এ ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে ১৮৭ জন, ট্রাফিকে ৪৯ জন, পুরো পোশাকে ৮৮০ জন অফিসার ফোর্স মোতায়েন থাকবে।

ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা চায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ জামাত অনুষ্ঠানের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা।

ঈদের দিন জামাত-ময়দান ও আশপাশে দায়িত্ব পালন করবে সহস্রাধিক পুলিশ। থাকবে র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ অন্যান্য বাহিনী।

ওয়াচটাওয়ার ও সিসি ড্রোন মাঠের ৩২টি প্রবেশমুখে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আল আমিন হোসাইন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) ডিআইও-১ (ওয়ান) ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আবুল বাসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024