পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
স্মার্ট লিডার ও ট্রাভেল
বর্তমানে রাষ্ট্র থেকে শুরু করে শিল্প, ব্যবসা, বানিজ্য বা যে কোন পেশার নেতা অবশ্যই জানেন, তাকে প্রকৃত নেতা বা স্মার্ট লিডার হতে গেলে কখনই নিজেকে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। গ্লোবালাইজেশান এগুতে এগুতে এখন বিশ্বকে প্রায় একটি দেশে পরিনত করে ফেলেছে।
যে কারণে প্রতিটি পেশার মানুষকে প্রতি মুহূর্তে ভিন্ন কোন না কোন দেশের সঙ্গে যুক্ত হতে হচ্ছে। আর সে জন্য নতুন প্রযুক্তি সহায়ক হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে প্রতিদিনের সাধারন ও প্রয়োজনীয় কাজগুলো নিঃসন্দেহে করা যায়।
তবে এরপরেও যে কোন কাজের অধিক উন্নয়ন ও বেশি গভীরে যাবার জন্যে বা প্রকৃত অর্থে নতুন কোন পদ্ধতি উদ্ভাবনের জন্যে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিকল্প নেই।
এর পাশাপাশি আরো একটা বিষয় মনে রাখতে হয় মিটিং অন পারসন একটি ভিন্ন মাত্রা দেয়। যেমন সেখানে খাবার গ্রহন, পারস্পারিক হাত স্পর্শ্ব এ সবের মধ্যে দিয়ে কখনও কখনও সম্পর্ক গভীরে নিয়ে যায়।
অন্যদিকে কোন কাজের ডিটেইলস প্রযুক্তির মাধ্যমে দেখা গেলেও কখনও কখনও সরাসরি দেখার ভেতর দিয়ে অনেক নতুন কিছু বেরিয়ে আসে।
তাই এই প্রযুক্তির যুগেও দেখা যাচ্ছে আধুনিক বা স্মার্ট নেতারা অনেক বেশি ট্রাভেল করনে।
তারা সকালে ব্যাংককে মিটিং করলে দুপুরে ইন্দোনেশিয়ায় এবং রাতে অস্ট্রেলিয়ায় মিটিং করেন। আর এই ট্রাভেলকে তারা তাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিয়েছেন।
তারা এ নিয়ে কোন ক্লান্তি বা অন্য কোন সমস্যা যেমন জেটলগ, ফুড পরিবর্তন এর………..
Leave a Reply