আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১. একদিন, এক কূপণ জমিদার আফান্দীকে বালির ওপর বসে কোন জিনিষ ঝাঁঝরি দিয়ে ছাঁকতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, “ওহে, আফান্দী, তুমি কী করছো?”
২. আকাশী উত্তর দিল, “ওঃ, মজুর, আপনি। আমি সোনাদানা ছাঁকছি। এগুলো বপন করে অনেক সোনা পাবো।”
Leave a Reply