সারাক্ষণ ডেস্ক
দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান হাবিব আর নেই। আজ মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আতিকুর রহমান হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক আল আমিন পত্রিকায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। পরে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক দিনেরশেষে ও দৈনিক আজকালের খবর পত্রিকায় কাজ করেছেন।
আজ দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে প্রথম জানাজা, বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
Leave a Reply