সারাক্ষণ ডেস্ক
আজ মঙ্গল বার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯°। আকাশ আংশিক রৌদ্রোজ্জ্বল । রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৮°। পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা ১% ও বজ্রঝড়ের সম্ভাবনা ১%। সূর্যের সর্বোচ্চ অতিবেগুনি সূচক ১২- যা খুব অস্বাস্থ্যকর।
আগামিকাল বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৯°। আকাশে আবছা রোদ থাকবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮°। পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা ১% ও বজ্রঝড়ের সম্ভাবনা ০.০%। সূর্যের সর্বোচ্চ অতিবেগুনি সূচক ১২- যা খুব অস্বাস্থ্যকর।
পরবর্তি দিন বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯°। আকাশে আবছা রোদ থাকবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭°।পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা ০% ও বজ্রঝড়ের সম্ভাবনা ০.০%। সূর্যের সর্বোচ্চ অতিবেগুনি সূচক ১২- যা খুব অস্বাস্থ্যকর।
পরবর্তি দিন শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯°।ঐ দিন খুব গরম থাকবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭°। পরিষ্কার। বৃষ্টিবার সম্ভাবনা ০% ও বজ্রঝড়ের সম্ভাবনা ০.০%। সূর্যের সর্বোচ্চ অতিবেগুনি সূচক ১২- যা খুব অস্বাস্থ্যকর।
সারা দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২°
রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০°
চট্টগ্রমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০৫°
সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২°
ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮°
খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২°
রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫°
বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫°
Leave a Reply